For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাত বছর পরেও নির্ভয়া ফান্ডের অর্থ ব্যবহারে ব্যর্থ রাজ্যগুলি, উঠে এল তথ্য

নির্ভয়াকাণ্ডের সাত বছর পার হয়ে গিয়েছে। তারপরেও নির্ভয়া ফান্ডে সংগৃহীত অর্থের সঠিক ব্যবহার করে উঠতে পারেনি রাজ্যগুলি।

Google Oneindia Bengali News

নির্ভয়াকাণ্ডের সাত বছর পার হয়ে গিয়েছে। তারপরেও নির্ভয়া ফান্ডে সংগৃহীত অর্থের সঠিক ব্যবহার করে উঠতে পারেনি রাজ্যগুলি। এমনই তথ্য উঠে এসেছে।

হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের নির্ভয়াকাণ্ডের ছায়া

হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের নির্ভয়াকাণ্ডের ছায়া

হায়দরাবাদে পশুচিকিৎসক তরুণীকে নারকীয় ভাবে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় প্রকাশ্যে আসার পরেই আবারও নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গ উঠে এসেছে। সাত বছর পরেও নারীর নিরাপত্তায় কোনও উদ্যোহ নেওয়া হয়নি অভিযোগ উঠতে শুরু করেছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির উপর। গত কয়েকদিন ধরেই এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। গতকাল সাংসদ জয়া বচ্চন দাবি করেছেন ধর্ষণকারীদের গণপিটুনিই একমাত্র সাজা। তাই তাঁদের ছেড়ে দেওয়া হোক জনতার মধ্যে। জয়ার এই দাবিই বলে দিচ্ছে ধর্ষণ নিয়ন্ত্রণে কতটা ব্যর্থ সরকার।

খরচ হয়নি নির্ভয়া ফান্ডের টাকা

খরচ হয়নি নির্ভয়া ফান্ডের টাকা

২০১৩ সালে নারী নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় সরকার তৈরি করেছিলেন নির্ভয়াফান্ড। দেখতে দেখতে সাত বছর কেটে গিয়েছে সেই ফান্ডের টাকার যথার্থ ব্যবহার করে উঠতে পারেনি অধিকাংশ রাজ্যই। কেন্দ্রের প্রকাশিত রিপোর্টেই দেখা গিয়েছে মহারাষ্ট্র, মনিপুর, মেঘালয়, সিকিম, ত্রিপুরা, দমন ও দিউ নির্ভয়া ফান্ডের একটি টাকাও খরচ করেনি। বেশিরভাগ রাজ্যই নির্ভয়া ফান্ডের ৫০ শতাংশ টাকা খরচ করতে ব্যর্থ হয়েছে।

দিল্লি খরচ করেছে ১৯ টাকা

দিল্লি খরচ করেছে ১৯ টাকা

যেখানে নির্ভয়া ধর্ষণকাণ্ড ঘটেছিল সেই রাজধানী দিল্লি নির্ভয়া ফান্ডের মাত্র ১৯.৪১ টাকা খরচ করতে পেরেছে। কেন্দ্র এই ফান্ডের জন্য ৩৯০.৯০ টাকা খরচ করেছিল। উত্তর প্রদেশ ১১৯ কোটি টাকার মধ্যে মাত্র ৩.৯৩ কোটি টাকা খরচ করেছে। অন্যদিকে কর্নাটক সরকার ১৯১.৭২ কোটি টাকার মধ্যে ১৩.৬২ কোটি টাকা খরচ করেছে। হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ড ঘটেছে যে যেখানে সেই তেলঙ্গানা সরকার নির্ভয়া ফান্ডের ১০৩ কোটি টাকার মধ্যে মাত্র ৪.১৯ কোটি টাকা খরচ করেছে। অন্যদিকে ৭৫.৬০ কোটি টাকা বরাদ্দের মধ্যে পশ্চিমবঙ্গ কেবলমাত্র খরচ করেছে ৩.৯২ কোটি টাকা। অন্ধ্র প্রদেশ, বিহারের অবস্থাও একই রকম।

English summary
After seven years states are failed to use the Nirbhaya Fund
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X