For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ ধারা বিলুপ্তির পর কেমন আছে কাশ্মীর! রিপোর্টে যা উঠে আসছে

গত কয়েকদিন ধরে উপত্যকার প্রতি ভোর যেন এক একটি জল্পনার জন্ম দিয়েছে। সেনার মার্চের শব্দ, আর একের পর এক খবরে কান পেতেছে ভূস্বর্গ।

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরে উপত্যকার প্রতি ভোর যেন এক একটি জল্পনার জন্ম দিয়েছে। সেনার মার্চের শব্দ, আর একের পর এক খবরে কান পেতেছে ভূস্বর্গ। কখনও জঙ্গিদের আইইডি বিস্ফোরণ , তো কখনও সেনার পাল্টা এনকাউন্টা রে সাধারণ কাশ্মীরির ঘুম ভেঙেছে। এরপর ধীরে ধীরে সেখানে বাড়ানো হয়েছে সেনা। তারপর আরোপ করা হয়েছে ১৪৪ ধারা। এরপরই বন্ধ হয়েছে ইন্টারনেট। আর সবশেষে দিল্লির বুক থেকে ঘোষিত হয়েছে 'রাজ্য' তকমা হারাচ্ছে জম্মু ও কাশ্মীর। এবার থেকে উপত্যকায় থাকবে না ৩৭০ ধারা। এরপরের ভোরে কী ঘটেছে ভূস্বর্গে।

৩৭০ ধারা বিলুপ্তির পর কেমন আছে কাশ্মীর! রিপোর্ট যা উঠে আসছে

ভোর যেভাবে হয় সেভাবেই চোখ খুলে উঠেছে উপত্যকা। কাওয়া (কাশ্মীরি চা)এর পেয়ালায় ঠোঁট ঠেকিয়ে ঘুম ভেঙেছে উপত্যকার। আগের দিনগুলির মতোই এদিনও মঙ্গলবারের কাশ্মীরের সূর্য দেখেছে এক থমথমে শহর। রিপোর্ট বলছে, গোটা কাশ্মীরের কোনও অংশে কোনও প্রতিবাদ দেখা যায়নি এদিন। শুধুমাত্র জরুরি কাজের জন্যই মানুষ রাস্তাঘাটে বেরিয়েছেন। সংবাদ সংস্থা এএনআইএয়ের রিপোর্ট বলছে, গোটা কাশ্মীর জুড়ে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।

[আরও পড়ুন: হম্বিতম্বি সার! কাশ্মীর নিয়ে ইমরানকে ঝাঁঝালো বাউন্সার হাঁকিয়ে ভারতের পাশে ট্রাম্প][আরও পড়ুন: হম্বিতম্বি সার! কাশ্মীর নিয়ে ইমরানকে ঝাঁঝালো বাউন্সার হাঁকিয়ে ভারতের পাশে ট্রাম্প]

প্রসঙ্গত, সোমবার ৫ অগাস্ট দিল্লিতে সংসদে দাঁড়িয়ে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে প্রস্তাব রাজ্য সভায় পাশ হয়ে গিয়ে , লোকসভায় আজ পেশ হয়েছে। পাশাপাশি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবেও তকমা দেওয়ার কথা জানিয়েছেন অমিত শাহ।

[আরও পড়ুন: লোকসভায় পেশ হল ৩৭০ ধারা নিয়ে আনা বিল, শুরু তুমুল বিরোধিতা, যুক্তি সাজালেন অমিত শাহ][আরও পড়ুন: লোকসভায় পেশ হল ৩৭০ ধারা নিয়ে আনা বিল, শুরু তুমুল বিরোধিতা, যুক্তি সাজালেন অমিত শাহ]

English summary
Scrapping 370 in Jammu and Kashmir: Peace and normalcy restored says Government report .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X