#KhakiTwitter:'শাড়ি'র পর 'খাঁকি' ট্রেন্ডিং এ সোশ্যাল মিডিয়ায়! পুলিশকে কুর্ণিশ নেটিজেনদের
বেশ কিছুদিন ধরে টুইটারে হ্যাশট্যাগ ট্রেন্ডিং এ ছিল 'শাড়ি'। 'নাইন ইয়ার্ডস' হ্যাশ ট্যাগ নিয়ে সাধারণ মানুষ থেকে সেলেবরাও নিজেদের শাড়ি পরা বিভিন্ন ছবি টুইটারে পোস্ট করতে থাকেন। সেই ছবি পোস্টের তালিকায় ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও। তবে 'শাড়ি'র পর এবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে 'খাকি'।

দেশের বিভিন্ন প্রান্তের পুলিশকর্মীরা নিজেদের খাকি উর্দির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। আর ১৩০ কোটির দেশের এই বীরদের ছবিই আপাতত ট্রেন্ড করছে টুইটারে। 'শাড়ি' শব্দটিকে ছাপিয়ে টুইটার জুড়ে ' খাকি' শব্দটি ট্রেন্ড করতে শুরু করে দিয়েছে। সাধারণ মানুষ ক্রমাগত এই ছবিগুলিতে কুর্ণিশ জানিয়ে চলেছে। মুম্বই পুলিশের তরফে চালু হওয়া েই ট্রেন্ড এখন ইন্টারনেট কাঁপাচ্ছে।
The best Man I know❤️! lt Shri Dinesh Chandra kaushik , DSP , CRPF 🙏🏼 The man who lived only for others .. the man who inspired every bit of Chandramukhi Chautala. My father strongest .. even in heaven . pic.twitter.com/AnqpNpyvbq
— Kavita (@Iamkavitak) July 16, 2019
Here’s my dad when he joined the Maharashtra Police as a probationer in 1985 This was followed by 30 yrs of service to our beloved @MumbaiPolice. Proud of our extended khaki family that works tireless come rain or shine #KhakiTwitter #KhakiSwag pic.twitter.com/SvYnjf6pYD
— Saket Gokhale (@SaketGokhale) July 16, 2019
Khaki has its own charm, doesn’t it? #KhakiTwitter
— Mumbai Police (@MumbaiPolice) July 16, 2019
A shout out to all our police friends across the country, let’s share some #KhakiSwag in a uniform we all take pride in, with #KhakiTwitter Do tag fellow officers, more the ‘Khakier’ pic.twitter.com/Lr2OU97o7Z
খাকি রঙ এদেশের বুকে শুধুমাত্র একটা 'রঙের' নামই নয়। ভারতে এই রঙকে একটা আলাদা মর্যাদায় দেখা হয়। পুলিশ কর্মীদের সাহসিকতাকে সকলেই সম্মান করেন। আপ সেই সম্মান থেকেই খাকির মর্যাদা আরও বেড়ে গিয়েছে। সবমিবিয়ে আপাতত সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে দৌড়াচ্ছে খাকি।