ফের দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ! কলকাতার ২ সহ ১৫ আধিকারিককে বরখাস্ত করল মোদী সরকার
ফের দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান মোদী সরকারের। ১২ জন আয়কর আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর এবার ১৫ জন কাস্টমস এবং সেন্ট্রাল এক্সাইজ অফিসারকে বরখাস্ত করল সরকার। এঁদের মধ্যে একজন প্রিন্সিপাল কমিশনারও রয়েছেন। বরখান্স হওয়া সরকারিকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ আনা
হয়েছে।

সেন্ট্রাল সিভিল সার্ভিসের এফআর ৫৬(জে) ধারা প্রয়োগ করে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁদের বরখাস্ত করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন প্রিন্সিপাল কমিশনার থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। এঁদের মধ্যে অনেককেই অর্থমন্ত্রকের তরফে আগেই সাসপেন্ড করা হয়েছিল। এইসব আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই আগেই মামলা দায়ের করেছে কিংবা তাদের বিরুদ্ধে অর্থমন্ত্রকে ঘুষ, তোলাবাজি, কিংবা হিসেব বহির্ভুত
সম্পত্তির অধিকারী হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে।
যাঁদের কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন, অনুপ শ্রীবাস্তব, যিনি সেন্ট্রাল বোর্ড অফ ইনডায়রেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের প্রিন্সিপাল এডিজি
হিসেবে দিল্লিতে কর্মরত ছিলেন। এছাড়াও তালিকায় রয়েছেন নলিন কুমার নামে একজন যুগ্ম কমিশনার। সিবিআই আগেই এই আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছিল। এই আধিকারিক সাসপেনশনে ছিলেন।
৫৬(জে) ধারায় যে সব আধিকারিক ৩০ বছর কাজ করে ফেলেছেন, কিংবা যাঁদের বয়স ৫০ কিংবা ৫৫ হয়ে গিয়েছে, তাঁদের কর্মক্ষমতা বিচার করে বাধ্যতামূলক অবসরে
পাঠানোর বিষয়ে চিন্তাভাবনার সংস্থান রাখা হয়েছে।
কলকাতা থেকে এই তালিকায় রয়েছেন কমিশনার সংসার চাঁদ। যার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। চেন্নাইয়ের কমিশনার জি শ্রী হর্ষার বিরুদ্ধে হিসেব বহির্ভুত সম্পত্তির অভিযোগ আনা হয়েছে। দুজনকেই সিবিআি ফাঁদ পেতে ধরেছিল বলে জানা গিয়েছে।
তালিকায় থাকা দুই কমিশনার পদমর্যাদার আধিকারিক অতুল দীক্ষিত এবং বিনয়ব্রিজ সিং, যাঁরা সাসপেনশনে ছিলেন, তাঁদেরকে বরখাস্ত করেছে সরকার। তালিকায় রয়েছেন অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার অফিসার অশোক মাহিন্দা এবং বীরেন্দ্র আগরওয়াল। প্রথমজন কলকাতায় কর্মরত।
এছাড়াও সাসপেনশনে থাকা অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসএস পাবানা, এসএস বিস্ত( ভুবনেশ্বর জিএসটি জোন), বিনোদ সাঙ্গা ( মুম্বই জিএসটি জোন) রাজু শেখর (ভাইজ্যাক জিএসটি জোন), মহঃ আলতাফ ( এলাহাবাদ) এবং ডেপুটি কমিশনার অশোক আসওয়াল (দিল্লি)কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এব্যাপারে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।
গত সপ্তাহে দুর্নীতি, হিসেবের থেকে বেশি মূল্যের সম্পত্তির অধিকারী হওয়া ছাড়াও যৌন নিগ্রহের অভিযোগে ১২ জন আয়কর আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল সরকার।