For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্ধব সরকারের পতনের পরে 'উখাদ দিয়া' হ্যাশট্যাগ ট্রেন্ডিং! নিশানায় সঞ্জয় রাউত

প্রায় আটদিন ধরে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (maharashtra political crisis) । তবে বৃহস্পতিবারের আস্থা ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। তবে এরপরেইসোশ্যাল মিড

  • |
Google Oneindia Bengali News

প্রায় আটদিন ধরে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (maharashtra political crisis) । তবে বৃহস্পতিবারের আস্থা ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। তবে এরপরেই সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ 'উখাদ দিয়া' (#UkhadDiya) ট্রেন্ডিং শুরু হয়ে যায়। সাধারণ মানুষের পাশাপাশি বিজেপি (BJP) নেতারাও এই ট্যাশট্যাগ গিয়ে টুইট করা শুরু করেন।

নিশানায় সঞ্জয় রাউত

নিশানায় সঞ্জয় রাউত

যেসব বিজেপি নেতা ওই হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন নীতেশ রানে, তেজিন্দার বগ্গার মতো নেতারা। হ্যাশট্যাগ ব্যবহারকারীরা সব থেকে বেশি নিশানা করেছেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতকে। এক্ষেত্রে সঞ্জয় রাউতেরএকটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেথানে উনি ইডির তদন্ত নিয়ে বিজেপিকে আক্রমম করেছেন। তিনি বলেছিলেন, তাঁর সঙঅগে যেন ঝামেলা না করা হয়। তিনি বালা সাহেবের শিব সৈনিক। তুমি কি উপড়ে ফেলবে, প্রশ্ন করেছিলেন সঞ্জয় রাউত।

আড়াই বছর পরে

সঞ্জয় রাউতের সেই কথা নিয়ে কোনও কোনও টুইটার ব্যবহারকারী লিখেছেন উপড়ে। কিছু ব্যবহারকারী বলেছেন যে আড়াই বছর পরে, মহারাষ্ট্র থেকে মহা বিকাশ আঘাধি সরকার শেষ পর্যন্ত উৎখাত হয়েছে।

দেবেন্দ্র ফড়নবিশের ছবি দিয়ে টুইট

অনেক টুইটার ব্যবহারকারী দেবেন্দ্র ফড়নবিশের ছবি হ্যাশট্যাগ 'উখাদ দিয়া' লিখে শেয়ার করেছেন। সেখানে আবার লেখা হয়েছে দেবেন্দ্র ফড়নবিশ একবার বলেছিলেন তিনি ফিরে আসবেন। যা এখন ঘটছে।

উদ্ধবের পদত্যাগ

উদ্ধবের পদত্যাগ

প্রায় আটদিনের নাটকের পরে বুধবার রাতে তার সমাপ্তি ঘটে। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি জানিয়েছিলেন বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট দিতে হবে উদ্ধব ঠাকরে সরকারকে। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান উদ্ধব ঠাকরে। কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্যপালের সেই নির্দেশের ওপরে কোনও স্থগিতাদেশ দেয়নি। ফলে বুধবার রাত সাড়ে নটায় করা ফেসবুক লাইভে উদ্ধব ঠাকরে জানান, তিনি মুখ্যমন্ত্রী এবং বিধানপরিষদ থেকে পদত্যাগ করছেন। তারপরে তিনি ছেলেকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে যান রাজভবনে।
সেখানে রাজ্যপালের হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন।

উদ্ধবের বারোটা বাজিয়েছেন সঞ্জয় রাউত

কোনও কোনও টুইটার ব্যবহারকারী আবার মন্তব্য করেন উদ্ধব ঠাকরের বারোটা বাজিয়েছেন সঞ্জয় রাউত। তবে উদ্ধব ঠাকরে তাঁর শেষ বার্তায় বিদ্রোহীদের নিশানা করেন। তিনি বলেন, যাঁদেরকে সন্দেহ করেছিলেন, তাঁরা তাঁকে সমর্থন করেছে। তিনি বলেছেন যাঁদেরকে কিছু দেননি তাঁরা সমর্থন করেছেন। আর যাঁদেরকে বিশ্বাস করেছিলেন, তাঁরা পিছন থেকে ছুরি মেরেছে। যাঁদেরকে রিক্সাচালক থেকে উপরে তুলে এনেছেন, তাঁরাই বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি কংগ্রেস ও এনসিপিকে ধন্যবাদ জানান। উদ্ধব জানান, তিনি ভয় পান না। শিবসেনাকে কেউ তাঁর কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। প্রসঙ্গত বিদ্রোহী একনাথ শিন্ডে বলেছিলেন, তাঁরাই প্রকৃত শিবসেনা।
এব্যাপারে বলে রাখা ভাল এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নতুন মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবিশ শপথ নিতে পারেন ১ জুলাই শুক্রবার। সেখানে বিজেপির ২৮ জন ছাড়াও বিদ্রোহীদের তরফে মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ১২ জন বিধায়ক।

মহারাষ্ট্রে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন ফড়নবীশ! নতুন মন্ত্রিসভা গঠনে একনাথ-বিজেপির 'ফর্মুলা সিক্সমহারাষ্ট্রে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন ফড়নবীশ! নতুন মন্ত্রিসভা গঠনে একনাথ-বিজেপির 'ফর্মুলা সিক্স

English summary
After resignation of Uddhav Thackeray there is trending hashtag UkhadDiya targeting mostly Shiv Sena MP Sanjay Raut
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X