For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমা করে দিয়েছেন সোনিয়া গান্ধী, জেল থেকে বেরিয়ে গান্ধী পরিবারকে নিয়ে কী বললেন নলিনী শ্রীহরণ

ক্ষমা করে দিয়েছেন সোনিয়া গান্ধী, জেল থেকে বেরিয়ে গান্ধী পরিবারকে নিয়ে কী বললেন নলিনী শ্রীহরণ

Google Oneindia Bengali News

অবশেষে বহু প্রতিক্ষিত মুক্তি পেলেন তাঁরা। রাজীব গান্ধী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ৬ জনকে মুক্তি দিয়েছে শীর্ষ আদালত। গতকালই জেল থেকে ছাড়া পেয়েছেন নলিনী শ্রীহরণ। তারপরেই গান্ধী পরিবারের সঙ্গে দেখা করা নিয়ে মন্তব্য করেছেন নলিনী। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই নলিনীকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি গান্ধী পরিবারের সঙ্গে দেখা করতে চান? সেই প্রশ্নের উত্তরে নলিনী বলেছেন, এখন এরকম কোনও পরিকল্পনা বা ইচ্ছেই তাঁর নেই। তিনি পরিবারের সঙ্গে থাকতে চান কেবল।

গান্ধী পরিবারের সঙ্গে দেখা প্রসঙ্গে কি বললেন নলিনী

গান্ধী পরিবারের সঙ্গে দেখা প্রসঙ্গে কি বললেন নলিনী

রাজীব গান্ধী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। ৩১ বছর জেল খেটেেছন। সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল জেল থেকে মুক্তিপান রাজীব গান্ধী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত নলিনী সহ ৬ অপরাধী। ৩১ বছর জেল খেটেছেন নলিনী শ্রীহরণ। প্রায় তিন দশক পরে মুক্তি। স্বভাবতই খুশি। পরিবারের কাছে ফিরতে মরিয়া নলিনী জানালেন, রাজীব গান্ধী হত্যাকাণ্ডের ঘটনায় তিনি সত্যিই অনুতপ্ত এবং গান্ধী পরিবারের জন্য দুঃখিত। তবে এখনই তিনি গান্ধী পরিবারের কারোর সঙ্গে দেখা করতে চান না।

ক্ষমা করে দিয়েছেন সোনিয়া

ক্ষমা করে দিয়েছেন সোনিয়া

অনেক আগেই দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ক্ষমা করে দিয়েছেন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী নিজে জানিয়েছেন তিনি ক্ষমা করে দিয়েছেন নলিনীদের। কিন্তু মুক্তি পাওয়ার পরেও নলিনী আর গান্ধী পরিবারের কারোর মুখোমুখি হতে চান না। তিনি এই ঘটনার জন্য ভীষণভাবে অনুতপ্ত। আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান সোনিয়া গান্ধী। তবে সেদিনের ঘটনা তিনি এখনও ভুলতে পারেননি বলেই জানিয়েছেন।

পরিবারের সঙ্গে সময় কাটাতে চান

পরিবারের সঙ্গে সময় কাটাতে চান

জেল থেকে ছাড়া পাওয়ার পর পরিবারই তাঁর কাছে প্রথম বলে জানিয়েছেন নলিনী শ্রীহরণ। তিনি বলেছেন। ৩১ বছর তিনি পরিবারের থেকে আলাদা। তাই এখন আর অন্য কোনও কিছুতে মন দিতে চান না। স্বামী এবং মেয়েকে নিয়ে বিদেশে বসবাস করতে চান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পরেই নলিনী এবং তাঁর স্বামী বিদেশে চলে যান। সেখানেই বড় হয়েছে নলিনী মেয়ে। বিদেশে এবার স্বামী এবং মেেয়কে নিয়ে সুখে সংসার করতে চান তিনি। আর পুরনো কথা মনে করতে চান না।

রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি

রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি

রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়ার ঐতিহাসিক কথা ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। গত শুক্রবার শীর্ষ আদালত এই রায় দেয়। তাতে নলিনী শ্রীহরণ সহ আরও চারজনকে মুক্তি দেওয়া হয়। শনিবার তামিলনাড়ুর ভোলোর জেল থেকে মুক্তিপান নলিনী। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রথম নলিনীদের সাজা মকুবের আবেদন জানিয়েছিলেন। তার পরে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিনও রাষ্ট্রপতির কাছে তাঁদের মুক্তির আর্জি জানিয়েছিলেন।

চলতি বছরে সীমান্তে দ্বিগুন হারে বেড়েছে ড্রোনের আনাগোনা, কালপ্রিট পাঞ্জাবচলতি বছরে সীমান্তে দ্বিগুন হারে বেড়েছে ড্রোনের আনাগোনা, কালপ্রিট পাঞ্জাব

English summary
What says Nalini Sriharan about Gandhi Family
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X