ফের এক ধর্ষক বাবার হাতে সম্মান খোয়াল ৭ বছরের বালিকা
গুরমিত রাম রহিমের ঘটনা এখনও স্মৃতি থেকে উবে যায়নি। তার মধ্যেই ফের এক ধর্ষক বাবার কীর্তি সামনে এল। সাত বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের কনৌজের এক গডম্যান বাবার বিরুদ্ধে।

নিগৃহীত মেয়েটির বাড়ি কনৌজের দান্দৌর্দ খুর্দ শহরে। শুক্রবার ধর্ষক বাবাকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির শারীরিক অবস্থা বেশ খারাপ রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধর্ষক বাবার কুটীরের কাছ থেকে বালিকাকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি যে বিবরণ দিয়েছে তাতে অভিযুক্তের বড় দাঁড়ি-গোঁফ রয়েছে। তারপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, মেয়েটির শারীরিক অবস্থা জটিল। তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার রাতে মেয়েটিকে ভর্তি করা হয়েছে। মেয়েটিকে শারীরিক নিগ্রহ ছাড়াও লাঠি দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় একজনের বেশি লোক জড়িত বলেই আঘাত দেখে সন্দেহ করছেন চিকিৎসকেরা।