For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নিখোঁজ' সনিয়া, সন্ধান দিতে পারলেই পুরস্কার

রাহুল গান্ধীর পর এবার সনিয়া গান্ধীর নামে নিখোঁজ পোস্টার পড়ল রায়বরেলিজুড়ে। তড়িঘড়ি পোস্টার সরিয়ে গেরুয়া শিবিরের দিকেই আঙুল তুলেছে কংগ্রেস ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

রাহুল গান্ধীর পর এবার নিখোঁজ পোস্টার পড়ল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর নামে। পোস্টার দিলেন খোদ তাঁর লোকসভা কেন্দ্র রায়বরেলির মানুষই। এমনকী তাঁর সন্ধান দিতে পারলে পুরস্কারেরও ঘোষণা করা হয়েছে পোস্টারে।

[আরও পড়ুন: সাংসদের 'নিরুদ্দেশ' পোস্টারে সরগরম এই লোকসভা কেন্দ্র][আরও পড়ুন: সাংসদের 'নিরুদ্দেশ' পোস্টারে সরগরম এই লোকসভা কেন্দ্র]

'নিখোঁজ' সনিয়া, সন্ধান দিতে পারলেই পুরস্কার

রায়বরেলির গোরাবাজার, মহানন্দপুর ও গভর্নমেন্ট কলোনি এলাকা ছেয়ে গিয়েছে এই পোস্টারে। দীর্ঘদিন সনিয়া নিজের লোকসভা কেন্দ্রে পা না রাখায় রায়বরেলির আমজনতা প্রতারিত ও অপমানিত বোধ করছে বলেও পোস্টারে লেখা হয়েছে।
এই পোস্টারগুলি চোখে পড়ায় তড়িঘড়ি সেগুলি সরিয়ে ফেলে এলাকার কংগ্রেসকর্মীরা। আরএসএস ও বিজেপি মিলেই এই ধরনের প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কংগ্রেসকর্মীরা।

নিজের লোকসভা কেন্দ্রে সনিয়া পা রাখেননি প্রায় এক বছর হল। অবশ্য অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন রাজনীতির বাইরে ছিলেন। যোগ দেননি কোনও দলীয় বৈঠকেও। সেসময় দলের পুরো দায়িত্ব ছিল সহসভাপতি রাহুল গান্ধীর ওপরই।
কিন্তু সপ্তাহ দুয়েক আগেই রাহুলের নামেও নিখোঁজ পোস্টার পড়ে আমেঠি কেন্দ্রে। উল্লেখ্য রাহুল গান্ধীও গত ফেব্রুয়ারি মাসের পর নিজের লোকসভা কেন্দ্রে যাননি। উত্তর প্রদেশে ভোটের আগে একবার মাত্র প্রচারে গিয়েছিলেন তিনি।

আমেঠির জেলা কংগ্রেস সভাপতি যোগেন্দ্র মিশ্রাও অবশ্য পোস্টারের পেছনে গেরুয়া শিবিরেরই হাত দেখেছিলেন।

English summary
After Rahul Gandhi, now missing posters of Sonia Gandhi surfaced on the walls of Rae bareli.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X