For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চৌকিদারকে চোর সাজাতে গিয়ে নিজেরাই চোর বনলেন, রাফালে রায়ে অমিতের কটাক্ষ

সুপ্রিম কোর্টের রাফালে-রায়ের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর প্রতিক্রিয়া।

  • |
Google Oneindia Bengali News

রাফালে নিয়ে সুপ্রীম কোর্টের রায় মিথ্যাচার রাজনীতির উপর একটা চপেটাঘাত। রাহুল গান্ধীর মতো নেতারা দেশের 'চৌকিদার'কে চোর সাজানোর চক্রান্তে লিপ্ত হয়েছিলেন। তাদের এই মিথ্যাচারের রাজনীতি ধোপে ঠিকল না। সুপ্রিম কোর্টের রায়েই সামনে বেরিয়ে এল আসল সত্য। এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে সওয়াল করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

রাফালে রায়ের পর মোদীর হয়ে সওয়াল অমিতের

প্রধানমন্ত্রী কে চোর বলছিলেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা। অমিতের দাবি, যারা চোর তারা নিজেরাই বেশি করে আওয়াজ তোলে। নরেন্দ্র মোদীকে সূর্যের রশ্মির সঙ্গে তুলনা করেন অমিত শাহ। তিনি বলেন, সূর্যের রশ্মির সামনে ময়লা-আবর্জনা-কাদা ছুড়ালে সেগুলি নিজেদের গায়েই এসে পড়ে। সূর্যের রশ্মির সামনে এসব ধূলিস্মাত হয়ে যায়। কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি যেভাবে একজন পবিত্র মানুষকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টের রায়ে তা ব্যর্থ হয়েছে।

রাহুল গান্ধীকে তিনি বাচ্চাদের মতো আচরণ ছেড়ে পরিপক্ক রাজনীতি করার পরামর্শ দিয়েছেন। অমিত শাহ-এর মতে এরফলে রাহুল গান্ধীর কিছুটা হলেও হয়ত ভারতীয় রাদজনীতিতে গ্রহণযোগ্যতা বাড়তে পারে। মিথ্যাচারের রাজনীতির খেলায় মত্ত হয়ে অন্য কাউকে চোর বলে ডাকাটা সমীচিন নয়। এমন মন্তব্যও করেন অমিত শাহ।

এর আগে রাফালে দুর্নীতি নিয়ে বিভিন্ন সভা থেকে রাহুল ও বিরোধী পক্ষের একধীক নেতা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোর বলেছেন। দেশের 'চৌকিদার'ই চুরি করেছেন -এরকম কটাক্ষও শোনা গিয়েছে। এর আগে এর বিরুদ্ধে বিজেপি নেতাদের খুব একটা মুখ খুলতে না দেখা গেলেও, সুপ্রিম কোর্টের রায় তাদের মুখে কথা জোগালো।

English summary
BJP's All India President Amit Shah's reactions after the Supreme Court's Rafale-verdict.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X