For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর পর এবার করোনার ভ্যাকসিন নিলেন অমিত শাহ

সকালে করোনারর ভ্যাকসিন নিয়েছন প্রধানমন্ত্রী। মোদীর পর এবার করোনার ভ্যাকসিন নিলেন অমিত শাহ

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ! আজ ১ মার্চ থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি হাসপাতালের মাধ্যমে দেওয়া হচ্ছে করোনার টিকা করণ। প্রথম দিনেই করোনার টিকা নিয়ে দ্বিতীয় দফায় এই কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে করোনার টিকা নেন তিনি।

 সন্ধ্যায় ভ্যাকসিন নিলেন অমিত শাহ

সন্ধ্যায় ভ্যাকসিন নিলেন অমিত শাহ

সকালে এইমসে গিয়ে প্রথম করোনার টিকা নিয়ে আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যায় ভ্যাকসিনের প্রথম ডোজ নেন অমিত শাহ। এদিন সন্ধ্যায় মেদান্ত হাসপাতালে যান শাহ। সেখানে করোনা টিকার প্রথম ডোজটি নেন তিনি। প্রধানমন্ত্রীর মোদীর মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও গ্রহণ করেছেন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনই। জানা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর সুস্থই রয়েছেন অমিৎ শাহ। সুস্থ রয়েছেন প্রধানমন্ত্রীও। যদিও ২৪ ঘন্টা নজরদারি রাখা হয় টিকা নেওয়ার পর। সেই বিষয়টির উপর রাখা হচ্ছে নজর।

করোনাতে আক্রান্ত হয়েছিলেন শাহ

করোনাতে আক্রান্ত হয়েছিলেন শাহ

অগস্ট মাসে করোনাতে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে নিজেই সে কথা জানিয়ে ছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গুরুগ্রামের মেদান্ত সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অমিত শাহকে। হাসপাতালের চিকিৎসকরা সেই সময় জানান, কোমর্বিডিটি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাই তাঁকে নিয়ে ঝুঁকি অনেক বেশি। যদিও বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। আজ সন্ধ্যায় ওই হাসপাতালেই করোনার টিকা নেন।

দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ

দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ

আজ থেকে গোটা দেশে শুরু প্রথম পর্যায়ের টিকাকরণ কর্মসূচি। ৬০ বছরের উর্ধ্বে যাঁরা রয়েছেন তাঁদের করোনা টিকা দেওয়া হবে। দেশের প্রায় ১০,০০০ সরকারি হাসপাতালে হবে করোনা ভাইরাসের টিকাকরণ। বিনামূল্যে বয়স্কদের টিকা দেওয়া হবে। টিকা নিতে পারবেন ৪৫ বছরের উর্ধ্বের বয়স রয়েছে এমন ব্যক্তিও। কবে তাঁদের কোমবিডিটি থাকতে হবে। কোমরবিডিটি রয়েছে তার প্রমাণ হিসেবে চিকিৎসকের সংশাপত্র প্রয়োজন। ২০,০০০ বেশি বেসরকারি হাসপাতালেও টিকা পাওয়া যাবে। সেক্ষেত্রে টাকা দিয়ে টিকা নিতে পারবেন প্রবীণ ও বয়স্করা। বেসরকারি হাসপাতালে টিকা নিয়ে ২৫০ টাকা খরচ হবে বলে। তার আগে কো-উইন অ্যাপের নাম নথিভুক্ত করতে হবে।

দ্বিতীয় পর্যায়ের টিকাকরণে র সূচনা করেন মোদী

দ্বিতীয় পর্যায়ের টিকাকরণে র সূচনা করেন মোদী

সোমবার সকাল ৬টায় দিল্লির এইমস হাসপাতালে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত বায়োটেেকর তৈরি কো-ভ্যাক্সিনের প্রথম ডোজ নেন তিনি। সেই ছবি নিজে টুইট করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দেশবাসীকে করোনা টিকা নিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

English summary
after pm modi amit shah also receives first dose covid19 coronavirus vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X