For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট্রোল, ডিজেলের পর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ১৬.৫০ টাকা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

গ্যাস
নয়াদিল্লি, ১ জুলাই: পেট্রোল, ডিজেলের পর এ বার দাম বাড়ল রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু ১৬.৫০ টাকা দাম বেড়েছে। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে এই বর্ধিত দাম নেওয়া হবে শুধু ভর্তুকিহীন সিলিন্ডারের ক্ষেত্রে। ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারে আপাতত দাম বাড়ছে না। পাশাপাশি, বিমানের জ্বালানি (এটিএফ) মহার্ঘ হয়েছে। এর ফলে বাড়তে পারে বিমানভাড়া।

এখন গৃহস্থরা বছরে ১২টি সিলিন্ডার পান ভর্তুকিতে। এর ফলে বাজার দরের চেয়ে অনেক কম টাকা গুনতে হয় তাদের। যেমন, দিল্লিতে রান্নার গ্যাসের ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের দাম ৪১৪ টাকা। আর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৯০৬ টাকা। ১৬.৫০ টাকা দাম বাড়ায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৯২২.৫০ টাকা। অর্থাৎ ১২টি পর্যন্ত সিলিন্ডার আপনি কম দামে পাচ্ছেন যথারীতি। কিন্তু তার চেয়ে বেশি সিলিন্ডার ব্যবহার করলে এ বার বেশি দাম দিতে হবে।

পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ইরাক সঙ্কটের কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের জোগানে টান পড়েছে। তাই দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এর আগে যেমন ফেব্রুয়ারি মাসে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০৭ টাকা কমে গিয়েছিল এক ধাক্কায়।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের দামও বাড়ানো জরুরি ছিল। কারণ ১৪.২ কিলো সিলিন্ডার পিছু তারা লোকসান করছে ৪৪৯ টাকা। এই দাবি অবশ্য মানেনি কেন্দ্রীয় সরকার।

এদিকে, বিমানের জ্বালানিরও দাম বাড়ানো হয়েছে। এর ফলে বিমানযাত্রা কিছুটা দামী হবে। আইওসি, এইচপিসিএল (হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড), বিপিসিএল (ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড) বলেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে খাপ খাইয়ে ফি মাসেই বিমানের জ্বালানির দাম সংশোধন করা হয়। এ বারও সেটাই করা হয়েছে।

প্রসঙ্গত, গতকালই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ১.৬৯ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ৫০ পয়সা।

English summary
After petrol and diesel, prices of non-subsidised LPG cylinders hiked by Rs 16.50
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X