For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলের পর থেকে মায়াবতীর পার্টি অ্যাকাউন্টে জমা পড়েছে ১০৪ কোটি!

৮ নভেম্বর কেন্দ্রীয় সরকার নোট বাতিলের ঘোষণা করার পর থেকে এখনও পর্যন্ত বহুজন সমাজ পার্টি বা বিএসপি পার্টি অ্যাকাউন্টে ১০৪ কোটি টাকা জমা পড়েছে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর : ৮ নভেম্বর কেন্দ্রীয় সরকার নোট বাতিলের ঘোষণা করার পর থেকে এখনও পর্যন্ত বহুজন সমাজ পার্টি বা বিএসপি পার্টি অ্যাকাউন্টে ১০৪ কোটি টাকা জমা পড়েছে। একইসঙ্গে ১.৪৩ কোটি টাকা জমা পড়েছে দলের প্রাক্তন দলনেত্রী মায়াবতীর ভাইয়ের অ্যাকাউন্টে। ইডি সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।[২০০০ টাকার জাল নোট কীভাবে বানাতে হয় জানেন? প্রয়োজন মাত্র ২ টি জিনিস]

ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাকাউন্টগুলি নিয়ে খোঁজ করতে গিয়ে এই অ্যাকাউন্টের বিষয়ে জানতে পারেন ইডি তদন্তকারীরা।[দুটি আলাদা ধরনের নতুন ৫০০ টাকার নোট ঘুরছে বাজারে, ছড়িয়েছে বিভ্রান্তি]

নোট বাতিলের পর থেরে মায়াবতীর পার্টি অ্যাকাউন্টে জমা পড়েছে ১০৪ কোটি!

সূত্রের খবর অনুযায়ী, আনন্দ কুমার এবং বিএসপি অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। ইউনিয়ন ব্যাঙ্কের কোন শাখায় এই টাকা জমা দেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।[৫০ ও ১০০ টাকার নোট বাতিল? কী বলছে কেন্দ্র, জেনে নিন]

উল্লেখ্য নোট বাতিলের পর অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন ৩০ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলির পুরনো নোট বিনা কর দিয়ে জমা দিতে পারে। শুধু অর্থের উৎস জানাতে হবে তাদের। কিন্তু বাতিল টাকায় অনুদান নিলেও তার খাতায় কলমে তার তথ্য প্রমাণ থাকতে হবে।[হিসাব বহির্ভূত নগদকে 'আইনি আয়' হিসাবে দেখাতে যে ফন্দি ফিকির এঁটেছে জনতা!]

২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিএসপি অবশ্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নির্বাচনের আগে এই দলের বিরুদ্ধে এই ধরণের আর্থিক দুর্নীতির অভিযোগ উঠলে তা অবশ্যই দলের ভাবমূর্তির ক্ষেত্রে সুখকর হবে না।

English summary
Around Rs. 104 crore have been deposited in an account belonging to the Bahujan Samaj Party after Modi's announcement on currency ban, and another Rs. 1.43 crore have been deposited in the account of former party chief Mayawati's brother, sources in the Enforcement Directorate have said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X