For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিভারের তাণ্ডবলীলার পর এবার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি তামিলনাড়ুতে

নিভারের তাণ্ডবলীলার পর এবার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি তামিলনাড়ুতে

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ঘূণিঝড় নিভারের পর এবার তামিলনাড়ুতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হল। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে যে ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আইএমডির ডিরেক্টর জেনারেল মৃত্যঞ্জয় মহাপাত্র জানিয়েছেন যে ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে তামিলনাড়ু জুড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা র‌য়েছে।

বৃষ্টিপাতের সতর্কতা

বৃষ্টিপাতের সতর্কতা

মহাপাত্র এও জানিয়েছেন যে নিম্নচাপ অঞ্চলটি ঘূর্ণিঝড়ে তীব্র হবে কিনা তা দেখার দরকার রয়েছে। ঘূর্ণিঝড় গড়ে ওঠার প্রাথমিক বা প্রথম পর্যায় হল নিম্নচাপ। মহাপাত্র বলেন, ‘‌আমরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি (‌নিম্নচাপ এলাকাকে)‌।'‌

নিভারের জন্য বৃষ্টিপাত

নিভারের জন্য বৃষ্টিপাত

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরের দিকে তামিলনাড়ুর উপকূল অঞ্চলে খুব মারাত্মক ঘূর্ণিঝড় নিভার রাজ্যে ভারী বৃষ্টির সৃ্ষ্টি করেছে। এর প্রভাবে পুদুচেরিতে ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, সর্বোচ্চ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা। এরপরই কুড্ডালোর এখানে ২৭ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। অপরদিকে,চেন্নাইয়ের নাগাপাট্টিনামে রেকর্ড ৬.‌৩ সেন্টিমিটার বৃষ্টিপাত ও করাইকালে ৯.‌৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

 অম্বার–কালার্ড সতর্কতা

অম্বার–কালার্ড সতর্কতা

আইএমডির পক্ষ থেকে অম্বার-কালার্ড সতর্কতা (‌তালিকায় দ্বিতীয় বিপদজ্জনক)‌ ২৭ নভেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকার জন্য জারি করা হয়েছে। অক্টোবর-ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এই সময়ে উত্তরপূর্ব বর্ষা আসে তামিলনাড়ু, পুদুচেরি, কেরলের কিছু অংশ, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে।

ঘূর্ণিঝড় নিভার

ঘূর্ণিঝড় নিভার

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘নিভার'-র দাপটে তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে তিনজনের। আহত হয়েছেন আরও তিনজন। চেন্নাই এবং পার্শ্ববর্তী এলাকায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে ইতিমধ্যে ঝড়ের দাপট কমেছে। কয়েকটি অংশে অবশ্য ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পড়েছে নিভার।

কেন্দ্রের অবহেলার স্বীকার নেতাজি, দুই নোবেল জয়ীকে নিয়ে কমিটি গঠন করলেন মমতাকেন্দ্রের অবহেলার স্বীকার নেতাজি, দুই নোবেল জয়ীকে নিয়ে কমিটি গঠন করলেন মমতা

English summary
after nivar very heavy rainfall in tamil nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X