For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রের আঁচ এবার দিল্লিতে! ৩ লক্ষ কৃষক-শ্রমিকের ঘেরাওয়ে কাঁপল মোদীর দরবার

নরেন্দ্র মোদী সরকারের নীতির বিরোধিতা করে সংসদ ভবন ঘেরাও প্রায় তিন লক্ষ শ্রমিক কৃষকের। দেশের বিভিন্ন অংশ থেকে শ্রমিক কৃষকরা দিল্লিতে হাজির হয়েছেন এই কর্মসূচিতে যোগ দিতে।

  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী সরকারের নীতির বিরোধিতা করে সংসদ ভবন ঘেরাও প্রায় তিন লক্ষ শ্রমিক কৃষকের। দেশের বিভিন্ন অংশ থেকে শ্রমিক কৃষকরা দিল্লিতে হাজির হয়েছেন এই কর্মসূচিতে যোগ দিতে। মহারাষ্ট্রে কৃষকদের নিয়ে আন্দোলন সফল হওয়ার পর এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

মহারাষ্ট্রের আঁচ এবার দিল্লিতে! ৩ লক্ষ কৃষক-শ্রমিকের ঘেরাওয়ে কাঁপল মোদীর দরবার

কৃষকদের ঋণ মকুব, জমিহীনদের জমি, ২০০ দিন কাজ, এমজিএনআরইজিএ-র শ্রমিকদের জন্য ৩৫০ টাকা মজুরি, অতিরিক্ত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ। এই দাবিগুলি-সহ মোট ১৫ টি দাবি নিয়ে সংসদ ঘেরাও করা হয়েছে। দিল্লির রামলীলা ময়দানে জমায়েত হওয়ার পর পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগোয় শ্রমিক কৃষকদের এই মিছিল। সারা ভারত কৃষক সভা, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন এবং অল ইন্ডিয়া এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়নের তরফে সংসদ ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।

কেরলের চার যুবক এই কর্মসূচিতে যোগ দিতে পালাক্কাদ থেকে বাইকে দিল্লি গিয়েছেন। বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু থেকে শ্রমিক কৃষকরা সামিল হয়েছে। শ্রমিক কৃষকদের সঙ্গে সামিল হয়েছেন তাঁদের ঘরণীরাও।

সারা দেশ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন সারা ভারত কৃষক সভার সম্পাদক তপন সেন। তপন সেন ছাড়াও এই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন কৃষকসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, সভাপতি অশোক ধাওয়ালে এবং এআইএডব্লুইউ-এর বিজয় রাঘবন।

মার্চে মহারাষ্ট্রে কৃষকদের লং মার্চের কাছে নতিস্বীকার করেছিল মহারাষ্ট্র সরকার। ছদিনে প্রায় ১৮০ কিমি পথ পেরিয়ে মুম্বইয়ে ঢুকেছিলেন কৃষক শ্রমিকরা।

English summary
After Mumbai Farmers and workers show their strength at Parliament street In Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X