For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস মুক্ত হল উত্তর-পূর্ব ভারত, শেষ দুর্গ মিজোরামও খোয়াল রাহুলের দল

বাকী ছিল একমাত্র মিজোরাম। টিমটিম করে জ্বলছিল উত্তর-পূর্ব ভারতে। এবারের ভোটে সেই দুর্গও খোয়াল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

বাকী ছিল একমাত্র মিজোরাম। টিমটিম করে জ্বলছিল উত্তর-পূর্ব ভারতে। এবারের ভোটে সেই দুর্গও খোয়াল কংগ্রেস। ফলে উত্তর-পূর্ব ভারতে কংগ্রেস আর কোনও রাজ্যে ক্ষমতায় রইল না। কংগ্রেসের হাত থেকে এক দশক পরে ক্ষমতা ছিনিয়ে নিল মিজো ন্যাশনাল ফ্রন্ট।

কংগ্রেস মুক্ত হল উত্তর-পূর্ব ভারত, শেষ দুর্গ মিজোরামও খোয়াল রাহুলের দল

একে একে উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যই কংগ্রেসের হাতছাড়া হল। স্বাধীনতার পরবর্তী ছয় দশকের বেশি সময় ধরে উত্তর-পূর্ব ভারতে কংগ্রেস শাসন করে এসেছে। একমাত্র ব্যতিক্রম ছিল সিকিম ও ত্রিপুরা। সিকিমে পবন চামলিং আড়াই দশক ও ত্রিপুরায় বামেরা দুই দশক শাসন করেছে।

[আরও পড়ুন:ছত্তিশগড়ে ছত্রভঙ্গ বিজেপি, ক্ষমতা আসতে চলেছে কংগ্রেসের হাতে][আরও পড়ুন:ছত্তিশগড়ে ছত্রভঙ্গ বিজেপি, ক্ষমতা আসতে চলেছে কংগ্রেসের হাতে]

বাকী রাজ্যগুলি যেমন অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মেঘালয় একসময়ে কংগ্রেসের দীর্ঘদিনের দুর্গ ছিল। তবে গত কয়েকবছরের নির্বাচনে একে একে সবকটি রাজ্য হাতছাড়া হয়েছে। হয় স্থানীয় দল অথবা বিজেপি রাজ্যগুলি ছিনিয়ে নিয়েছে। এদিন মিজোরামের ভোটে মিজো ন্যাশনাল ফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় কংগ্রেসের হাতে আর কোনও রাজ্য রইল না। কোনও রাজ্যে সঙ্গী দল হিসাবেও রাহুল গান্ধীর দল ক্ষমতায় রইল না।

[আরও পড়ুন: রাজস্থানে কে হবেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী! কী বলছেন সচিন-গেহলটরা][আরও পড়ুন: রাজস্থানে কে হবেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী! কী বলছেন সচিন-গেহলটরা]

মিজোরামের ৪০টি আসনের মধ্যে মিজো ন্যাশনাল ফ্রন্ট প্রায় তিন-চতুর্থাংশ আসনে এগিয়ে রয়েছে। সরকার গঠন করতে চলেছে তাঁরাই। ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন জোরামথাঙ্গা। সরে যেতে হচ্ছে লাল থানহাওলাকে। চম্ফাই দক্ষিণ কেন্দ্র থেকে তিনি ইতিমধ্যে হেরেও গিয়েছেন।

[আরও পড়ুন: মিজোরামে দশ বছর পরে পালাবদল, ক্ষমতায় আসতে চলেছে স্থানীয় দল ][আরও পড়ুন: মিজোরামে দশ বছর পরে পালাবদল, ক্ষমতায় আসতে চলেছে স্থানীয় দল ]

English summary
After Mizoram defeat, Congress set to lose last bastion in North East India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X