For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কানপুরে মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, একই মেট্রোয় যোগীর সঙ্গে যাত্রা মোদীর

কানপুরে মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, একই মেট্রোয় যোগীর সঙ্গে যাত্রা মোদীর

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন সেখানে। কিছুদিন আগেই তিনি বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন কানপুরে একটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন কানপুর আইআইটির কনভোকেশনেও।

কানপুরে মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, একই মেট্রোয় যোগীর সঙ্গে যাত্রা মোদীর

শহুরে গতিশীলতার উন্নতি প্রধানমন্ত্রীর মূল ফোকাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ কানপুরবাসীর দ্বিগুণ আনন্দ। এক দিকে, মেট্রো রেল প্রকল্প পাচ্ছেন কানপুরবাসী, পাশাপাশি প্রযুক্তির দুনিয়া পাচ্ছে আইআইটি কানপুর।

আজ মঙ্গলবার , মেট্রোর প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানপুরের মেট্রো ৩২ কিলোমিটার জুড়ে চলবে। ১১ হাজার কোটি টাকা খরচ হবে মেট্রো প্রকল্প চালু করতে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রকল্পের উদ্বোধনের পর একই সঙ্গে সফরও করেন সেই মেট্রোতে।

কানপুরে মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, একই মেট্রোয় যোগীর সঙ্গে যাত্রা মোদীর


যোগী আদিত্যনাথ সরকার ২০১৯-এর নভেম্বরে ওই প্রকল্পে অনুমোদন দেয়। এরপরই জোরকদমে শুরু হয় কাজ। বিধানসভা নির্বাচনের আগে সেই লাইনে চালু হল মেট্রো পরিষেবা। পাশাপাশি এ দিন বিনা-পানকি মাল্টি প্রোডাক্ট পাইপলাইন প্রজেক্টের উদ্বোধন করবেন তিনি বলে জানিয়েছেন।

মেট্রো পর এদিন IIT কানপুরের অনুষ্ঠানে উপস্থিত হন নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টার্ট আপ হাব হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। গত ৬ মাসে ১০ হাজার স্টার্ট আপ সংস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। সমাবর্তনে উপস্থিত পড়ুয়াদের বলেন প্রধানমন্ত্রী জানান, 'যখন তোমরা আইআইটি-তে ভর্তি হয়েছিলে, তখন নিশ্চয় তোমাদের মধ্য়ে এক অজানা ভয় তৈরি হয়েছিল। আজ তোমরা সবার সেরা। গোটা বিশ্বে অনুসন্ধানের ক্ষমতা রাখ।’

কানপুরে মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, একই মেট্রোয় যোগীর সঙ্গে যাত্রা মোদীর


প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, প্রযুক্তিগত ভাবে মানুষ যতই এগিয়ে যাক মানুষের কিন্তু বুদ্ধিমত্তা একেবারেই ভুলে গেলে চলবে না। আমরা নিজেরা যেন কখনও রোবটে পরিণত না হই। কৃত্রিম বুদ্ধিমত্তার ভিড়ে মানুষের নিজের বুদ্ধিমত্তা যেন হারিয়ে না যায়। আইআইটি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, 'কলেজ থেকে বেরলে তোমাদের সামনে অনেক শর্চকাট খুলে যাবে। কিন্তু চ্যালেঞ্জ না আরাম, কোনটা বাছবে, সেটা বুঝে নিতে হবে। দ্বিতীয়টাই বেছে নেওয়া শ্রেয় বলে মনে করেন তিনি।’

English summary
after metro narendra modi attended the iit kanpur function on the same day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X