For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ধাক্কা কংগ্রেসে! রাজ্যে বিরোধী দলনেতা-সহ ১০ বিধায়কের যোগ বিজেপিতে

কর্নাটকের রাজনৈতিক চিত্র এখনও পরিষ্কার নয়। এরই মধ্যে গোয়ার ১০ কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিলেন।

  • |
Google Oneindia Bengali News

কর্নাটকের রাজনৈতিক চিত্র এখনও পরিষ্কার নয়। এরই মধ্যে গোয়ার ১০ কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিলেন। এঁদের মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা চন্দ্রকান্ত বাবু
কাভেলকর। এই দলবদলের পর গোয়ায় কংগ্রেসে রইলেন ৫ বিধায়ক। ২০১৭-র বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়েছিল কংগ্রেস। আসন সংখ্যা ছিল ১৭।

 ১০ বিধায়কের দলত্যাগ

১০ বিধায়কের দলত্যাগ

সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, এই ১০ বিধায়ক বুধবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছেন। তাঁরা হলেন, বাবু কাভালেকর, বাবুশ মনসেরাট্টে, তাঁর স্ত্রী জেনিফার মনসেরাট্টে, টনি ফার্নান্ডেজ, ফ্রান্সিস সিলভেরা, ফিলিপ নেরি রডরিগস, ক্লাফাসিও, উইলফ্রেড ডিসা, নিশিকান্ত হালাঙ্কার এবং ইসিডোর ফার্নান্ডেজ। এদিন বেলার দিকে বিজেপি সভাপতি অমিত শাহ এবং কার্যকরী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁদের।

বুধবার দিল্লি যাত্রার আগে ওই দশ বিধায়ক তাঁদের সিদ্ধান্ত জানিয়ে স্পিকারের হাতে চিঠি তুলে দেন বলে জানা গিয়েছে।

৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় বর্তমানে বিজেপির আসন সংখ্যা ১৭। কংগ্রেসের ছিল ১৫, এনসিপি ১, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ১, গোয়া ফরওয়ার্ড পার্টি ৩। কংগ্রেসের ১০ বিধায়কের বিজেপিতে যোগ দানে বিজেপির আসন সংখ্যা ২৭-এ গিয়ে দাঁড়াবে। কংগ্রেস দাঁড়াবে ৫-এ।

পদত্যাগী বিরোধী দলনেতা পেতে পারেন উপমুখ্যমন্ত্রীর পদ

এদিকে এইভাবে দলের বিধায়ক সংখ্যা বৃদ্ধি করতে পেরে উচ্ছ্বসিত বিজেপি শিবির। এবার তারা সহযোগীদের ছেড়েও দিতে পারবে। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত উপ মুখ্যমন্ত্রী বিজয় সারদেশাই সমেত গোয়া ফরওয়ার্ড পার্টির মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে পারেন। পদত্যাগী বিরোধী দলনেতাকে গোয়ায় উপ মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

কংগ্রেসের কটাক্ষ

কংগ্রেসের কটাক্ষ

এদিকে এই দলবদল সম্পর্কে বলতে গিয়ে রাজ্য কংগ্রেস সভাপতি গিরিশ চোদনকার বলেছেন, বিজেপি এক দেশ এক পার্টি করতে চায়।

English summary
After merging with BJP 10 Congress MLAs of Goa arrive Delhi with Chief Minister Pramod Sawant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X