For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন সলমন খান

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৬ মে : আপামর ভক্তের মুখে হাসি ফুটিয়ে ২ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন সলমন খান। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে উচ্চ আদালতে। এর আগে হিট অ্যান্ড রান মামলায় পাঁচ বছরের সাজা শুনিয়েছে মুম্বইয়ের নগর দায়রা আদালত।

সেই রায়ের বিরুদ্ধে আজই উচ্চ আদালতে যান সলমনের আইনজীবীরা। সাজা ঘোষণার পর তাঁরা আদালতের রায়ের প্রতিলিপি পাওয়ার অপেক্ষা করছিলেন। এরপরই জামিনের তোড়জোড় করেন আইনজীবীরা। তাঁরা আশা করেছিলেন হাইকোর্টে আবেদন করলে সবদিক বিচার করে আদালত এই বলিউড তারকাকে জামিন দিয়ে দেবে। সেটাই হল, জামিন পেলেন সলমন খান।

ডাক্তারি পরীক্ষার পর আপাতত জেলেই ঠাঁই হতে চলেছে সলমনের


এদিন এসব চলার মাঝেই অন্য প্রক্রিয়া চলছিল প্রশাসনিক তরফে। সাজা ঘোষণার পর ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নিয়ে নেয় সলমন খানকে। নিয়ম মাফিক একজন সাধারণ অপরাধীর মতোই তাকে প্রথমে হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা এবং তাকে আর্থার রোড জেলে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। তবে এর মাঝেই জামিন পেয়ে যাওয়ায় সোজা বাড়ি যেতে পারবেন সলমন।

এদিন সাজা শোনার পর কান্নায় ভেঙে পড়েন সলমন। বোন আলভিরা সহ বাকি সদস্যরাও নিজেদের সামলাতে পারেননি। ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারান সলমনের মা সলমা। তবে এবার পরিবারের লোকেরা খানিকটা স্বস্তি বোধ করবেন।

English summary
After medical test, Salman will be sent to Arther Road Jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X