For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারবার নিয়মভঙ্গ! গোটা গান্ধী পরিবারের নিরাপত্তা কমাচ্ছে কেন্দ্র

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছ থেকে গত অগাস্টে এসপিজি নিরাপত্তা বেষ্টনী তুলে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছ থেকে গত অগাস্টে এসপিজি নিরাপত্তা বেষ্টনী তুলে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবার এই নিরাপত্তা বেষ্টনী গোটা গান্ধী পরিবারের সদস্যদের ওপর থেকে তুলে নেওয়া হচ্ছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে।

তুলে নেওয়া হচ্ছে এসপিজি বেষ্টনী

তুলে নেওয়া হচ্ছে এসপিজি বেষ্টনী

শোনা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রক বর্তমান ভারপ্রাপ্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, তাঁর পুত্র সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নিরাপত্তা বেষ্টনী পর্যালোচনা করেছে। এবং তাতে সুপারিশ করা হয়েছে তাদের নিরাপত্তা কমিয়ে নেওয়ার জন্য।

পাবেন জেড প্লাস নিরাপত্তা

পাবেন জেড প্লাস নিরাপত্তা

এই নিরাপত্তাবেষ্টনী তুলে নেওয়া হলে গান্ধীরা জেড প্লাস সিআরপিএফ নিরাপত্তা বেষ্টনী পাবেন। গত অগাস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এসপিজি নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হয়। যা নিয়ে সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল।

কী বলছে সুপারিশ রিপোর্ট

কী বলছে সুপারিশ রিপোর্ট

স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সুপারিশ রিপোর্ট বলছে, এসপিজি নিরাপত্তা বেষ্টনী নিয়ে গান্ধী পরিবার সেভাবে সহযোগিতা করেননি। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে ২০০৫ সাল থেকে ২০১৪ সালের মধ্যে বহুবার নন বুলেট রেজিস্ট্যান্ট গাড়িতে দেশের বিভিন্ন প্রান্তে তাঁরা ঘুরেছেন।

 বারবার নিয়ম লঙ্ঘন

বারবার নিয়ম লঙ্ঘন

২০১৫ সালের পর থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত ১৮৯২ বার দিল্লির মধ্যে নন বুলেট রেজিস্ট্যান্ট গাড়িতে গান্ধীরা ঘুরেছেন। এছাড়া দিল্লির বাইরে ২৪৭ বার এমন হয়েছে যখন তাঁরা এমন ঘটনা ঘটিয়েছেন।

হামলার ঘটনা

হামলার ঘটনা

২০১৭ সালের অগাস্ট মাসে গুজরাতে এভাবেই নিরাপত্তা বেষ্টনীর নিয়ম লঙ্ঘন করে ঘুরতে গিয়ে একটি ঘটনায় ঢিল ছোঁড়াছুড়ির পরিস্থিতি তৈরি হয় এবং তাতে একজন এসপিজি আধিকারিক আহত হন।

লোকসভায় আলোচনা

লোকসভায় আলোচনা

লোকসভাতেও এই বিষয়টি রেকর্ড রয়েছে যে ২০১৫ সালের এপ্রিল মাস থেকে ২০১৭ সালের জুন মাসের মধ্যে ১২১ বার মধ্যে ১০০ বারই এসপিজি বেষ্টিত বুলেট রেসিস্ট্যান্ট গাড়ি নেননি রাহুল গান্ধী। বলা হয়েছে, সোনিয়া গান্ধীও ২০১৫ সাল থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত এসপি ছাড়াই ৫০বার দিল্লির বাইরে ভ্রমণ করেছেন। প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষেত্রেও ৩৩৯ বার দিল্লির মধ্যে এবং ৬৪ পর দিল্লির বাইরে এমন ঘটনা ঘটানোর কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বিদেশেও একই কাণ্ড

বিদেশেও একই কাণ্ড

গান্ধী পরিবারের বিরুদ্ধে আরও অভিযোগ, ১৯৯১ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত ৯৯ বার বিদেশ ভ্রমণের সময় প্রিয়াঙ্কা গান্ধী ৭৮ বাডরই এসপিজি নিরাপত্তা বেষ্টনী গ্রহণ করেননি। এমনকী বেশিরভাগ সময়ই তিনি একেবারে অন্তিম মুহূর্তে তার বিদেশ ভ্রমণের পরিকল্পনা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের জানিয়েছেন। যার ফলে অনেক সময় নিরাপত্তার বন্দোবস্ত করা যায়নি।

English summary
After Manmohan Singh now Gandhi family set to lose SPG cover!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X