For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাহাথির মোহাম্মদের হঠাৎ পদত্যাগ, আনোয়ার ইব্রাহীমকে বাদ দিয়ে মালয়েশিয়ায় সরকার গঠনের গুজব

বিশ্বের সবচেয়ে বেশী বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হঠাৎ করেই পদত্যাগ করেছেন। কিন্তু প্রশ্ন উঠেছে তিনি কি তাঁর কখনো-বন্ধু-কখনো-শত্রু আনোয়ার ইব্রাহীমের কাছে ক্ষমতা ছাড়বেন?

  • By Bbc Bengali

মাহাথির মোহাম্মদ (বাঁয়ে) এবং আনোয়ার ইব্রাহিম (ডানে)
Reuters
মাহাথির মোহাম্মদ (বাঁয়ে) এবং আনোয়ার ইব্রাহিম (ডানে)

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন, আর এর মধ্য দিয়ে গুজব ছড়িয়ে পড়েছে যে আনোয়ার ইব্রাহীমকে বাদ দিয়েই তিনি নতুন একটি কোয়ালিশন সরকার গঠন করতে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর দফতর থেকে পদত্যাগের খবর নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

২০১৮ সালে নির্বাচনে মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীমের জোট জয়ী হয়ে সরকার গঠনের সময় মিস্টার ইব্রাহিমের কাছে পরবর্তীতে ক্ষমতা হস্তান্তর করা হবে এমন একটি বিষয়ে দুই নেতা একমত হয়েছিলেন।

তবে কখন মাহাথির মোহাম্মদ ক্ষমতা হস্তান্তর করবেন, সে সম্পর্কে তিনি পরিষ্কার করে কিছু বলেননি।

রোববারই মিস্টার আনোয়ার মিস্টার মাহাথির ও তাঁর দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলেছিলেন যে তারা নতুন সরকার গঠনের পরিকল্পনা করছেন এবং সম্ভবত তা তাকে বাদ দিয়েই।

এরপর সোমবারই পদত্যাগ করলেন ৯৪ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

এখন তাঁর হঠাৎ পদত্যাগের পর পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, নাকি নতুন করে নির্বাচন হবে - সেই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি।

বিশ্বের সবচেয়ে বেশী বয়সী প্রধানমন্ত্রী মাহাথির একই সাথে তাঁর রাজনৈতিক দল বারসাতু থেকেও পদত্যাগ করেছেন।

তিনি দলটির চেয়ারম্যান ছিলেন।

মাহাথির মোহাম্মদ
Getty Images
মাহাথির মোহাম্মদ

বিবিসি বাংলায় আরও পড়ুন:

মালয়েশিয়ার রাজনীতি যেন শেক্সপিয়ারের নাটক

মাহাথির মোহাম্মদ: চিকিৎসক থেকে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া নির্বাচন: মাহাথিরের জয়ের রহস্য

প্রকাশ্যে ও অপ্রকাশ্যে মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীমের মধ্যকার দ্বন্দ্ব কয়েক দশক ধরে মালয়েশিয়ার রাজনীতিকে প্রভাবিত করে আসছে।

মাহাথির দীর্ঘদিন বারিসান ন্যাশনাল পার্টির সঙ্গে ছিলেন, এবং তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীও ছিলেন।

মিস্টার আনোয়ার তখন তাঁর ডেপুটি ছিলেন। কিন্তু পরে নেতৃত্বের দ্বন্দ্বের জের ধরে মিস্টার আনোয়ারকে ১৯৯৮ সালে বরখাস্ত করেন মাহাথির।

দুর্নীতি ও সমকামিতাসহ নানা অভিযোগে মিস্টার আনোয়ারকে দীর্ঘদিন জেলও খাটতে হয়েছে।

দীর্ঘদিনের শত্রু ও মিত্র মাহাথির মোহাম্মদ এবং আনোয়ার ইব্রাহীম
EPA
দীর্ঘদিনের শত্রু ও মিত্র মাহাথির মোহাম্মদ এবং আনোয়ার ইব্রাহীম

কিন্তু বিস্ময়কর ভাবে মিস্টার মাহাথির গত নির্বাচনের আগে মিস্টার আনোয়ারের সঙ্গে হাত মেলান এবং পাকাতান হারাপান পার্টির সাথে যোগ দেন।

তখনকার প্রধানমন্ত্রী নজীব রাজ্জাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর সরকারকে উৎখাতের কথাও বলেছিলেন মাহাথির মোহাম্মদ।

নির্বাচনে মাহাথির-আনোয়ার জোট জয় পায় এবং পরে মিস্টার আনোয়ারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলে তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মাহাথির মোহাম্মদ।

English summary
After Mahathir Mohammed's sudden resignation, Anwar Ibrahim's ouster rumors of Malaysia forming government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X