For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রের পর হরিয়ানার হোস্টেলেও মারণ করোনার থাবা, আক্রান্ত সৈনিক স্কুলের ৫৪ জন পড়ুয়া

  • |
Google Oneindia Bengali News

টিকাকরণের মাঝেও দেশজুড়ে ক্রমেই বাড়ছে করোনা উদ্বেগ। এদিকে কয়েকদিন আগেই মহারাষ্ট্রের একই হোস্টেলের প্রায় ২২৫ জন পড়ুয়াকে এক যোগে করোনা আক্রান্ত হতে দেখা যায়। আক্রান্ত হন বেশ কিছু শিক্ষকও। এবার সেই একই চিত্র দেখা গেল হরিয়ানাতেও। রিয়ানায় কুঞ্জপুরায় সৈনিক স্কুলে ৫৪ ছাত্রর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে। এমনকী মঙ্গলবার রাত পর্যন্ত করনালে মোট ৭৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওযা গিয়েছে।

 হরিয়ানার হোস্টেলে একসাথে করোনা আক্রান্ত ৫৪ জন পড়ুয়া

এই খবর সামনে আসতেই নতুন করে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে গোটা রাজ্যেই। উদ্বেগ প্রকাশ করেছে খোদ স্বাস্থ্য মন্ত্রকও। এদিকে গতকালই কুঞ্জপুরা সৈনিক স্কুলের তিন ছাত্রের করোনা টেস্ট পজিটিভ আসে বলে জানা যায়। তাদের সংস্পর্শে এসেই বাকি ছাত্ররা মারণ করোনার কবলে পড়েছে বলে মনে করছেন করনালের চিফ মেডিক্যাল অফিসার ড. পীযূষ শর্মা। সূত্রের খবর, প্রথামিক ভাবে আক্রান্ত পড়ুয়াদের সংস্পর্শে আসা ওই হোস্টেলের ৩৯০ জন পড়ুয়ার করোনা পরীক্ষা হয়। আজ সেই পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তাদের মধ্যে ৫৪ জন করোনা আক্রান্ত।

অন্যদিকে সৈনিক স্কুলে হরিয়ানা ছাড়াও বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা পড়াশোনা করেন। তাদের মধ্যে অনেকেই সাম্প্রতিক কালে বাড়ি ফিরেছেন বলে জানা যাচ্ছে। তাই নতুন করে করোনা প্রাদুর্ভাবের ভয়ে তটস্থ খোদ প্রশাসনও। অন্যদিকে হরিয়ানার পাশাপাশি মহারাষ্ট্র, কেরল, পঞ্জাবের মতো রাজ্যগুলিতে করোনা আক্রান্তর সংখ্যা দ্রুত বাড়ছে। এই চিত্র দেখে রীতিমোত আতঙ্কিত কেন্দ্রীয় স্বাস্থ্য। এমতাবস্থায় মারণ করোনার দাপাদাপি ঠেকাতে সকলকে মাস্ক পড়ার পাশাপাশি অন্যান্য করোনা বিধি মেনে চলারও আর্জি জানাচ্ছে সরকার।

English summary
In the same hostel at a military school in Karnal, Haryana, 54 students were infected by coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X