For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিতার হানায় আতঙ্কে বেঙ্গালুরুর একশোরও বেশি স্কুল বন্ধ !

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১১ফেব্রুয়ারি : সংলগ্ল এলাকাতেই লুকিয়ে থাকতে পারে পূর্ণবয়ষ্ক হিংস্র চিতাবাঘ। সুযোগ পেলে হামলাও চালাতে পারে। অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের এই আশঙ্কার জেরেই বৃহস্পতিবার বন্ধ রাখা বল বেঙ্গালুরু শহরতলির একশোরও বেশি স্কুল।

গত রবিবার, ভিবজিওর স্কুলে একটি পুরুষ চিতাবাঘ ঢুকে পড়ে। ওই চিতা বাঘকে ধরতে গিয়ে আহত হন পাঁচ কর্মী। হাসপাতালে এখনও চিকিৎসাধীন তারা। [বিয়েবাড়িতে চিতাবাঘ, হুলুস্থুলু মোরাদাবাদে]

চিতার হানায় আতঙ্কে, বেঙ্গালুরুর একশোরও বেশি স্কুল বন্ধ !

এরইমধ্যে বুধবার শোনা যায়, ওই একই স্কুলের কাছেই আরও ২টি চিতাবাঘকে দেখতে পাওযা যায়। এরপরই আজ, বৃহস্পতিবার স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যেবেলায় সরকারি আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন ১৩০টি বেসরকারি এবং সরকারি স্কুল আগামীকাল খোলা হবে কি না। [ভাইরাল ভিডিও : হাড়িতে মুখ আটকে ঘুরে বেড়াচ্ছে চিতা]

রবিবার ছুটিদিন থাকায় ছাত্রছাত্রীদের কেউ আহত হননি। তবে বন দফতরের আধিকারিক, বন্যপ্রাণী কর্মী, এবং আরও ৩ জন যারা চিতাবাঘটির কাছে আসতে গিয়েছিল তারাই আক্রান্ত হয়েছিস।

কর্ণাটকের মুখ্য বন্যপ্রাণী আধিকারিক রবি রালফ জানিয়েছেন, নিকটবর্তী জঙ্গল থেকেই কোনওভাবে চিতাবাঘটি বেরিয়ে এসেছে, এবং স্কুলের পাঁচিলে ঝাঁপ দিয়ে স্কুলের ভিতর প্রবেশ করে। চার ঘন্টার চেষ্টায় বাঘটিকে আটক করা গিয়েছে। [আধঘণ্টা চিতা বাঘের সঙ্গে লড়াই করে ৪ বছরের মেয়েকে প্রাণে বাঁচাল মা]

ওই চিতাবাঘটিকে বানারঘাটা চিড়িয়াখানার নজরদারির জন্য নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসার পর ফের তাকে বনে ছেড়ে দেওয়া হবে বলেই বনদফতরের তরফে জানানো হয়েছে।

English summary
After Leopard Alert, More Than 100 Bengaluru Schools Are Closed Today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X