For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দিরা আবাস যোজনার পর জেএনএনইউআরএম নামও বদলাচ্ছে?

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ছবি
নয়াদিল্লি, ১২ অগস্ট: ইন্দিরা আবাস যোজনার পর এ বার জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশনের (জেএনএনইউআরএম) নামও বদলাতে পারে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই নতুন নামে এই প্রকল্পটি ফের শুরু করা হতে পারে পুরোদমে।

লোকসভা ভোটের আগেই বিজেপি বলেছিল, স্বাধীনতার পর থেকে নেহরু-গান্ধী পরিবারের নামে অন্তত ৬৫০টি প্রকল্প চালু করেছে কংগ্রেস। ভাবখানা এমন যে, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী কিংবা রাজীব গান্ধী ছাড়া দেশে আর কোনও নেতা নেই বা তাঁদের মতো আর কেউ ত্যাগ স্বীকার করেননি! নরেন্দ্র মোদীও ক্ষমতায় আসার আগে অনুরূপ কথা বলেছিলেন। তাই সেই সব প্রকল্পের নাম এনডিএ সরকার বদলে দিতে চায়, যার সঙ্গে নেহরু-গান্ধী পরিবারের নাম জুড়ে রয়েছে।

ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে, ইন্দিরা আবাস যোজনার (আইএওয়াই) নাম বদলে দেওয়া হবে। তা শুরু হবে নব রূপে। আর এই প্রকল্পের নতুন নাম হবে গ্রাম আবাস মিশন (গ্রাম)।

একইভাবে জেএনএনইউআরএম-এর নামও বদলাতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সরকার। কংগ্রেস 'সংকীর্ণ রাজনীতি'-র অভিযোগ আনলেও কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু সম্প্রতি রাজ্যসভায় বলেছেন, ২০০৫ সালে প্রথম ইউপিএ সরকার এই প্রকল্প চালু করেছিল। তার পর ২০১২ সাল পর্যন্ত তা সম্প্রসারিত হয়। দ্বিতীয় ইউপিএ সরকার চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত তার মেয়াদ বাড়িয়ে দিয়েছিল। সুতরাং মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা নতুন করে চালু করাটা 'সংকীর্ণ রাজনীতি' নয় বলে যুক্তি দেন বেঙ্কাইয়া নাইডু। তাঁর ইঙ্গিত, জেএনএনইউআরএম-কে নব রূপে শুরু করার বিষয়টি আগামী ১৫ অগস্ট সম্ভবত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

এর পর নেহরু-গান্ধী পরিবারের নামে যে বাকি প্রকল্পগুলি থাকবে, তারও নাম বদল হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু, মদনমোহন মালব্য, দীনদয়াল উপাধ্যায়, অটলবিহারী বাজপেয়ী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখের নামে সংশ্লিষ্ট প্রকল্পগুলির নামকরণ হবে।

English summary
After Indira Awas Yojana, JNNURM may also be renamed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X