For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের সঙ্গে লাদাখ নিয়ে বিবাদের মাঝেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত! কী বার্তা দিলেন মোদী?

Google Oneindia Bengali News

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে দুই বছরের জন্য নির্বাচিত হল ভারত৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ভারত৷ রাষ্ট্রসংঘের ১৯৩টি ভোটের মধ্যে ১৮৪টি ভোট পায় ভারত৷ যদিও ভারতের দরকার ছিল মাত্র ১২৮টি ভোট। প্রসঙ্গত, এশিয়া প্যাসিফিক থেকে একমাত্র দেশ হিসেবে ৮ বার এই সদস্যপদ অর্জন করল ভারত৷

বিশ্ব শান্তির উদ্দেশে কাজ করবে ভারত

বিশ্ব শান্তির উদ্দেশে কাজ করবে ভারত

এরপরই ভারতের প্রতি আস্থা রাখার জন্য বিশ্বকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, বিশ্ব শান্তির উদ্দেশে কাজ করবে ভারত। প্রসঙ্গত, লাদাখে চলা অস্থির পরিস্থিতির মধ্যেই চিন ও পাকিস্তানও ভআরতের এই অন্তর্ভুক্তিকে চ্যালেঞ্জ জানায়নি। এমন একটি সময়ে ভারতের এই পরিষদে নির্বাচিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।

এশিয়া প্র্যাসিফিক থেকে ভারত নির্বাচিত

এশিয়া প্র্যাসিফিক থেকে ভারত নির্বাচিত

ভারত একা নয়, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে দুই বছরের অস্থায়ী সদস্য পদ অর্জন করে আরও তিনটি দেশ৷ সেগুলি হল, আয়ারল্যান্ড, মেক্সিকো ও নরওয়ে৷ ২০২১-২২ সালের জন্য এশিয়া প্র্যাসিফিক থেকে ভারত নির্বাচিত হল৷ এই গ্রুপে ভারত ছাড়া অন্য কোনও দেশ আবেদন করেনি৷

এই নিয়ে অষ্টমবার এই পদ অর্জন করে

এই নিয়ে অষ্টমবার এই পদ অর্জন করে

গত বছর জুনেই এশিয়া প্যাসিফিক থেকে ৫৫টি দেশ ভারতকে সমর্থন করে৷ তার মধ্যে পাকিস্তান ও চিনও ছিল৷ এর আগে ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯১-১৯৯২ ও ২০১১-১২ সালে ভারত এই অস্থায়ী পদ অর্জন করে৷

করোনা আবহে বিশেষ ভোটের আয়োজন

করোনা আবহে বিশেষ ভোটের আয়োজন

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার রাষ্ট্রসংঘ স্পেশাল ভোটের আয়োজন করে৷ এখানে রাষ্ট্রসংঘের ৭৫তম সভাপতি, নিরাপত্তা পরিষদের পাঁচটি অস্থায়ী সদস্য দেশ ও অর্থনৈতিক ও সামাজিক পরিষদের নির্বাচন করা হয়৷

<strong>গালওয়ান সংঘর্ষের পর প্রথম বৈঠক সুরাহাহীন! ফের মেজর জেনারেল পর্যায়ের বৈঠক আজ</strong>গালওয়ান সংঘর্ষের পর প্রথম বৈঠক সুরাহাহীন! ফের মেজর জেনারেল পর্যায়ের বৈঠক আজ

English summary
After India's entry to UNSC as non-permanent member, PM Modi said, will work to promote global peace
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X