For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্জাব জয়ের পরে লক্ষ্য এক বড় রাজ্য! ভিত্তি শক্তিশালী করতে ঝাঁপাচ্ছে আপ

পঞ্জাবে প্রথমবারের জন্য বিপুল জয় পেয়েছে আপ আদমি পার্টি (aam admi party) । এই সাফল্যে উৎসাহিত হয়ে অন্য রাজ্য দখলের জন্য ঝাঁপাচ্ছে তারা। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে বল

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাবে প্রথমবারের জন্য বিপুল জয় পেয়েছে আপ আদমি পার্টি (aam admi party) । এই সাফল্যে উৎসাহিত হয়ে অন্য রাজ্য দখলের জন্য ঝাঁপাচ্ছে তারা। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে। পাশাপাশি রাজস্থানকে (Rajasthan) পাখির চোখ করেছে তারা। প্রসঙ্গত ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে ২০২৩-এ রাজস্থানে বিধানসভা নির্বাচন রয়েছে।

রাজস্থানে বিধানসভা নির্বাচন ২০২৩-এ

রাজস্থানে বিধানসভা নির্বাচন ২০২৩-এ

রাজস্থানে বিধানসভা নির্বাচন হতে চলেছে ২০২৩-এ। সেখানে সাধারণভাবে দেখা গিয়েছে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে। সেখানে মূল লড়াই ক্ষমতাসীন কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে। প্রায় কুড়ি বছরের বেশি সময় ধরে দুই দল এই রাজ্যে ক্ষমতায় রয়েছে। প্রায় প্রতি পাঁচ বছরে একে অপরকে সরিয়ে এই রাজ্যে ক্ষমতায় আসে।

তারাই বিকল্প হতে পারে, দাবি আপের

তারাই বিকল্প হতে পারে, দাবি আপের

আপের তরফে রাজস্থানের রাজ্য সভাপতি দেবেন্দ্র শাস্ত্রি দাবি করেছেন, পঞ্জাবের মতো তারা রাজস্থানেও উপযুক্ত বিকল্প হয়ে উঠতে পারে। আপের দাবি পঞ্জাবের মতোই পরিস্থিতি রাজস্থানে। ইস্যুও এক।
তিনি বলেছেন, রাজস্থানের মানুষও বিদ্যুতের দাম বৃদ্ধিজনিত সমস্যায় জর্জরিত। আম আদমি পার্টি যেমন বিদ্যুৎজনিত সমস্যার সমাধান করেছে দিল্লিতে, সমাধান করতে চলেছে পঞ্জাবে, ঠিক তেমনই তারা রাজস্থানেও সেই সমস্যার সমাধন করবে বলে দাবি করেছেন আপ নেতা।

 পঞ্জাবের সাফল্যে উৎসাহিত

পঞ্জাবের সাফল্যে উৎসাহিত

পঞ্জাবের সাফল্যে উৎসাহিত রাজস্থানের আপ নেতারা। পঞ্জাবে ২০১৭-র অবস্থা থেকে ৯২ আসনে পৌঁছে যাওয়ার ঘটনায় রাজস্থানের আপ নেতাদের দাবি সেখানেও তারা কার্যকরী বিকল্পের ব্যবস্থা করতে পারবেন। কেননা এখনও পর্যন্ত রাজস্থানের মানুষদের কাছে সেরকম কোনও বিকল্প ছিল না।

 রাজস্থানে আপ শূন্য

রাজস্থানে আপ শূন্য

২০১৮-তে রাজস্থানের বিধানসভা নির্বাচনে ২০০ টি আসনের মধ্যে আপ ১৪০টির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটিও আসনে জিততে পারেনি। তবে এবার পঞ্জাবের ফল যেমন মরু রাজ্যের আপ কর্মীদের মনে জোর বাড়িয়েছে, তেমন কাজ করতে উৎসাহও জুগিয়েছে। সেই কারণেই আপের রাজস্থান শাখা মনে করছে, সেই রাজ্যে বিজেপি এবং কংগ্রেসের বিকল্প তারা হয়ে উঠতেই পারে।
রাজ্যের দলের শক্তি বৃদ্ধি প্সঙ্গে দেবেন্দ্র শাস্ত্রী বলেছেন, রাজ্যে তারা সদস্য বাড়ানোর চেষ্টা করছেন। রাজস্থান বিধানসভা নির্বাচনের সময় তাঁরা কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা ভবিষ্যতই বলবে। তিনি আরও বলেছেন, দলের রাজস্থান ইনচার্জ সঞ্জয় সিং রাজ্য সফর করার পাশাপাশি দলের সর্বোচ্চ নেতৃত্বে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সনিয়ার প্রতি ওয়ার্কিং কমিটির আস্থার পরে বেসুরো সিবাল! 'কোকিলের দেশে' বাস, কংগ্রেসের সিদ্ধান্তকে কটাক্ষসনিয়ার প্রতি ওয়ার্কিং কমিটির আস্থার পরে বেসুরো সিবাল! 'কোকিলের দেশে' বাস, কংগ্রেসের সিদ্ধান্তকে কটাক্ষ

English summary
After huge success in Punjab AAP is trying to gain ground in Rajasthan claiming them as BJP's alternative
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X