কাশ্মীর নিয়ে পাকিস্তানকে এবার নাগপাশে জড়িয়ে ইমরানদের মুখোশ খুলতে চলেছেন মোদী! UNGA ঘিরে চড়ছে পারদ
রাষ্ট্রসংঘের সাধারণ সভা শুরু এক সপ্তাহ আগেই রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি আকবরউদ্দিন জানিয়ে দেন , কাশ্মীর ইস্যুতে পাকিস্তান নিচে নামতে পারে, তবে ভারত মাথা উঁচু করেই থাকবে। এরপর ২২ সেপ্টেম্বরের 'হাউডি মোদী' অনুষ্ঠানে পাকিস্তানকে কার্যত ধরাশায়ী করে দিয়েছে মোদী বাক্য-শক্তিশেল! আর এরপর লক্ষ্য ২০১৯ -এর ৭৪ তম রাষ্ট্রসংঘের সাধারণ সভার আসর। সেখানে ইমরানদের মুখোশ খুলে দেওয়ার প্রস্তুতিতে নরেন্দ্র মোদী।

কাশ্মীর ও ভারত-পাকিস্তান
রাষ্ট্রসংঘের মঞ্চে এবার ভারত পাকিস্তান যুযুধান দুই পক্ষের রাষ্ট্রনেতারা অংশ নিতে চলেছেন। সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যেমন বক্তব্য রাখতে চলেছেন, তেমনেই সভামঞ্চে বক্তব্য পেশ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দুই নেতাই এবার প্রসঙ্গ তুলতে চলেছেন কাশ্মীরের। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার বিরোধিতা করে রাষ্ট্রসংঘে সমর্থন আদায়ের চেষ্টায় যেমন ইমরান থাকবেন ,তেমনই ভারতের তরফে কাশ্মীর প্রসঙ্গে সন্ত্রাসবাদকে সমরাস্ত্র করে এগিয়ে যেতে চলেছেন মোদী।

রাষ্ট্রসংঘে মোদীর কোন তোপ পাকিস্তানের জন্য আসন্ন?
কাশ্মীরে এখনও পর্যন্ত ১০০ এরও বেশি জঙ্গি সক্রিয়। আর পাকিস্তানের মাটি থেকে এদের ইন্ধন যোগাচ্ছে হিজবুল , লস্কর, জইশের মতো সংগঠন। জানা গিয়েছে, কাশ্মীরে পাকিস্তান সন্ত্রাস বড়াতে ২৭৩ জন সন্ত্রাসবাদীকে ক্রমাগত নাশকতার জন্য উস্কে চলেছে। আর সেই সমস্ত তথ্য প্রমাণ রাষ্ট্রসংঘের সভায় বিশ্ব দরবারে পেশ করতে চলেছে ভারত।

কী ঘটে যাচ্ছে কাশ্মীরে?
পাকিস্তান থেকে ক্রমাগত কাশ্মীরের বুকে জঙ্গি অনুপ্রবেশে মদত দিয়ে গিয়েছে ইসলামাবাদ। যে দেশ আজ বিশ্বের দরবারে কাশ্মীরের জনগনের হিতের কথা বলছে, সেই দেশই কাশ্মীরে নাশকতা ঘটাতে তৎপর। এমন দাবি তুলে , কাশ্মীরে, হিজবুল, লস্কর ও অল বদরের মতো জঙ্গি সংগঠনে প্রসঙ্গে ইমরানদের মুখোশ খুলে দেওয়ার কথা বলতে চলেছে ভারত। অন্তত সূত্রের দাবি এমনটাই।
[ জম্মু ও কাশ্মীরে বড় জঙ্গি হামলার ছক বানচাল! উদ্ধার ৪০ কেজি বিস্ফোরক]
[জলপাইগুড়িতে আটক ১ কোটি টাকার মাদক, গ্রেফতার দুই পাচারকারী]