For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭ মার্চ অযোধ্যা সফর শিবসেনা সুপ্রিমো উদ্ধবের, মুখ্যমন্ত্রী হওয়ার প্রথমবার

আগামী ৭ মার্চ অযোধ্যা সফরে যাচ্ছেন শিবসেনা সুপ্রিম উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই হতে চলেছে তাঁর প্রথম অযোধ্যা সফর।

Google Oneindia Bengali News

আগামী ৭ মার্চ অযোধ্যা সফরে যাচ্ছেন শিবসেনা সুপ্রিম উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই হতে চলেছে তাঁর প্রথম অযোধ্যা সফর। শনিবার শিবসেনা সুপ্রিমোর অযোধ্যা সফরের কথা টুইট করে জানান সঞ্জয় রাউত। অযোধ্যায় গিয়ে তিনি রাম লালার মন্দিরে পুজো দেবেন এবং সরযূ নদীতে আরতি করবেন বলে জানানো হয়েছে।

অযোধ্যা সফরে উদ্ধব ঠাকরে

অযোধ্যা সফরে উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে একবার অযোধ্যা সফরে গিয়েছিলে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। তখন তিনি কেবলই শিবসেনা সুপ্রিমো ছিলেন। এবার দ্বিতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়ে অযোধ্যা যাচ্ছেন তিনি। আগামী ৭ মার্চ অযোধ্যায় যাওয়ার কথা তাঁর। একদিনের এই কর্মসূচিতে রাম লালার মন্দিরে পুজো দেবেন এবং সরযূ নদীতে আরতি করবেন তিনি।

 অযোধ্যায় রামমন্দির

অযোধ্যায় রামমন্দির

২০১৯ সালের লোকসভা ভোটের আগে অযোধ্যা সফরে গিয়ে রাম মন্দির ইস্যুতে হুঙ্কার দিয়েছিলেন শিবসেনা সুপ্রিমো। মোদী সরকার অযোধ্যায় রামমন্দির তৈরি না করলে আর শিবসেনা সমর্থন জানাবে না বলে হুঙ্কার দিয়েছিলেন তিনি। মোদী সরকার রাম মন্দির তৈরির প্রতিশ্রুতি পূরণ করলেও বিেজপির সঙ্গে কিন্তু সুসম্পর্ক তৈরি হয়নি শিবসেনার। দিন যত গড়িয়েছে তত দূরত্ব তৈরি হয়েছে দুই দলের মধ্যে।

সিএএ নিয়ে চাপে উদ্ধব

সিএএ নিয়ে চাপে উদ্ধব

এদিকে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করেছেন উদ্ধব ঠাকরে। এই নিয়ে শরিকদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। শরিদ দল গুলি সিএএ কার্যকর না করা নিয়ে উদ্ধবরের উপর চাপ তৈরি করছে। ইতিমধ্যেই সমাজবাদী পার্টি নেতা হুমকি দিয়েছেন, সিএএ বিরোধী প্রস্তাব পাস করাতে হবে মহারাষ্ট্রে।

English summary
After holding CM post Uddhav Thackeray first visit to Ayodhya on 7th March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X