For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু মেয়েদের ছুঁতে পারা নিয়ে বিজেপি মন্ত্রীকে চ্যালেঞ্জ!গান্ধী পরিবারের আত্মীয় উস্কে দিলেন বিতর্ক

'যে হাত হিন্দু মেয়েদের ছোঁয় তার থাকাই উচিত নয়।' হিন্দু মহিলাদের নিয়ে গতকালই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত হেগড়ের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়।

  • |
Google Oneindia Bengali News

'যে হাত হিন্দু মেয়েদের ছোঁয় তার থাকাই উচিত নয়।' হিন্দু মহিলাদের নিয়ে গতকালই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত হেগড়ের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়। হুঁশিয়ারির সুরে অনন্ত হেগড়ে জানান, যদি কোনও হাত হিন্দু মেয়েকে ছোঁয়, তাহলে তা আর রাখার প্রয়োজন নেই। তা কেটে ফেলার নিদান দেন বিজেপি নেতা। এরপরই সরগরম হয় সোশ্যাল মিডিয়া।

হিন্দু মেয়েদের ছোঁয়া নিয়ে বিজেপি মন্ত্রীকে চ্যালেঞ্জ! গান্ধী পরিবারের আত্মীয় উস্কে দিলেন বিতর্ক

কেন্দ্রীয় মন্ত্রীকে তাক করে জনৈক নেটিজেন তেহসিন পুনাওয়ালা একটি টুইট করেন। স্ত্রীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে, তেহসিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত হেগড়েকে। পোস্ট-এ তিনি উস্কানিমূলক বার্তায় জানান, তাঁর হিন্দু স্ত্রীকে তিনি ছুঁয়ে রয়েছেন, এবার যা করার করে দেখান বিজেপি মন্ত্রী। উল্লেখ্য, নিজেকে 'পলিটিক্যাল ট্রেন্ড ওয়াচার' বলে দাবি করেছেন তেহসিন। প্রসঙ্গত,গান্ধী পরিবারের জামাই তথা কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধীর বর রবার্ট বঢরার আত্মীয় মনিকা ভঢরাকে বিয়ে করেছেন তেহসিন।

২০১৬ সালের এক ছবিতে দেখা যায়, গোটা গান্ধী পরিবার তেহসিন মনিকার বিয়েতে যোগ দান করেন। এদিকে, তেহসিনের এই টুইট সোশ্যাল মিডিয়ায়আসতেই তা নিয়ে ফের বিতর্ক উস্কে যায়। আমআদমি পার্টির তরফে তেহসিন ও মনিকাকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। পাশাপাশি, উঠে আসে একাধিক বিরোধী ও বিতর্কিত মন্তব্যও।

English summary
Union minister Anantkumar Hegde's inflammatory statement that "any hand that touches a Hindu girl should not exist" was countered with a dare from Tehseen Poonawalla on Twitter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X