For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত–রাজস্থানের পর এবার করোনা সংক্রমণ রোধে পাঞ্জাবেও জারি রাত্রিকালীন কার্ফু

গুজরাত–রাজস্থানের পর এবার করোনা সংক্রমণ রোধে পাঞ্জাবেও জারি রাত্রিকালীন কার্ফু

Google Oneindia Bengali News

কোভিড–১৯ সংক্রমণ প্রতিরোধ করতে বুধবার পাঞ্জাব সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যের সব জেলা ও শহরে আগামী ১ ডিসেম্বর থেকে রাত্রিকালীন কার্ফু জারি করা হবে। এই নিষেধাজ্ঞা রাত দশটা থেকে ভোর পাঁচটা মোট সাতঘণ্টা থাকবে।

গুজরাত–রাজস্থানের পর এবার করোনা সংক্রমণ রোধে পাঞ্জাবেও জারি রাত্রিকালীন কার্ফু


রাজ্য সরকার এও জানিয়েছে যে কোভিড–১৯ নিষেধাজ্ঞা লঙ্ঘন করার জরিমানা দ্বিগুণ করে দেওয়া হয়েছে এবং তা ১০০০ টাকা। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নেতৃত্বে হওয়া এই বৈঠকে এই সিদ্ধান্তে নেওয়া হয়। অমরিন্দর সং বলেন, '‌পাঞ্জাবে রাত্রিকালীন কার্ফু জারি করা হবে ১ ডিসেম্বর রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত।’‌ করোনা ভাইরাসের নিষেধাজ্ঞাগুলি, যেগুলি ১৫ ডিসেম্বর পর্যালোচনা করা হবে, যার মধ্যে রয়েছে সব হোটেল, রেস্তোরাঁ ও বিয়ের জায়গাগুলি রাত সাড়ে ন’‌টার পর বন্ধ করে দিতে হবে। প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে বেশ কিছু রাজ্য রাত্রিকালীন কার্ফু ও জনবহুল এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে।

করোনা রোধে যে সব রাজ্য রাত্রিকালীন কার্ফু জারি করেছে সেগুলি হল হিমাচল প্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ ও রাজস্থান।

গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবে কোভিড কেস বেড়ে গিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবার এ রাজ্যে ২২ জনের মৃত্যু হয়েছে এবং রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৬৫৩ জন। এই রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬,৮৩৪।

মধ্যরাতের অন্ধকারে সাইক্লোন 'নিভার' এর ল্যান্ডফল কখন হবে! ঝড়ের নির্ঘণ্ট কী বলছে মধ্যরাতের অন্ধকারে সাইক্লোন 'নিভার' এর ল্যান্ডফল কখন হবে! ঝড়ের নির্ঘণ্ট কী বলছে

English summary
Like other states, Punjab also imposed night curfew from December 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X