For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার রাজ্যে বিপদে পড়তে চলেছে বিজেপির জোট সরকার, দেখুন কী করছে বিরোধীরা

গোয়া, বিহারের পর এবার মেঘালয় ও মনিপুরে সবচেয়ে বেশি আসন পাওয়া দল হিসাবে কংগ্রেস সরকার গঠনের আহ্বান জানাতে চলেছে সংশ্লিষ্ট রাজ্যপালের কাছে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপিকে সরকার গঠন করার আমন্ত্রণ জানিয়ে রাজ্যপাল বাজুভাই বালা বিড়ালকে ভাঙা বেড়া দেখিয়েছেন। ফলে একে একে গোয়া, বিহারের পর এবার মেঘালয় ও মনিপুরে সবচেয়ে বেশি আসন পাওয়া দল হিসাবে কংগ্রেস সরকার গঠনের আহ্বান জানাতে চলেছে সংশ্লিষ্ট রাজ্যপালের কাছে।

এর আগে কংগ্রেস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তাঁরা গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গে দেখা করবে। যাতে তিনি কংগ্রেসকে সরকার গড়তে আহ্বান জানান। একইভাবে আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারে রাজ্যপাল সত্যপাল মালিককে বর্তমান বিজেপি-জেডিইউ সরকার ভেঙে দিয়ে তাঁদের দলকে সরকার গঠন করতে দিয়ে আহ্বান জানাবেন। এবার জানা যাচ্ছে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইকরাম ইবোবি সিং ও মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা রাজ্যের রাজ্যপালদের কাছে দরবার করবেন।

মেঘালয়

মেঘালয়

কংগ্রেস সবচেয়ে বেশি ২১টি আসন জেতে। এনপিপি জেতে ১৯টি আসন। এদিকে বিজেপি জেতে ২টি আসন। তবে বিজেপি অন্যদের সঙ্গে নিয়ে এনপিপির সঙ্গে জোট করে সরকার তৈরি করে। এখন জোট সরকারে মোট ৩৩টি আসন রয়েছে। যদিও কংগ্রেস সেবার সবচেয়ে বেশি আসন পেয়ে জয়ী হয়েছিল।

মণিপুর

মণিপুর

মণিপুরে ২০১৭ নির্বাচনে কংগ্রেস ২৮টি আসন জেতে। ৬০ বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি। এদিকে বিজেপি জেতে ২১টি আসন। তবে এনপিএফ, এনপিপি ও এলজেপিকে নিয়ে বিরোধীরা সরকার গঠন করে। আর এখন দশজন কংগ্রেস নেতা বিজেপিতে চলে আসায় বিজেপির একারই ৩১টি আসন হয়ে গিয়েছে।

গোয়ার ফল

গোয়ার ফল

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে গোয়ায় ৪০ বিধানসভা আসনের ভোটে কংগ্রেস প্রথমে পায় ১৮টি আসন। বিজেপি পায় ১২টি আসন। পরে একজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেন। কংগ্রেস বেশি আসন পেলেও বিজেপি মহারাষ্ট্র গোমন্ত্রক রার্টির ৩জন বিধায়ক, ৩ জন গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক ও ৩জন নির্দল বিধায়ককে নিয়ে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন মনোহর পার্রিকর।

বিহারের ফল

বিহারের ফল

বিহারে ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে আরজেডি ৮০টি আসন জেতে। সবচেয়ে বড় দল হয় তাঁরা। আরজেডি ও জেডিইউ মিলে সরকার গঠন করে। পরে আরজেডি সরকার থেকে বেরিয়ে এলে বিজেপি জেডিইউ-এর সঙ্গে জোট বেঁধে সরকারকে রক্ষা করে। তবে এখনও আরজেডিই বিহারে সবচেয়ে বেশি আসন জেতা দল।

English summary
After Goa and Bihar, Now Manipur and Meghalaya opposition to appeal to respective governors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X