For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার বছর পরে কত নম্বর পাচ্ছেন মোদী, কী বলছে সমীক্ষা রিপোর্ট

এক সমীক্ষায় ৫০ শতাংশের বেশি ভারতীয় নেটিজেন নরেন্দ্র মোদীকে সরকার চালানোয় পুরো নম্বর দিয়েছেন।

Google Oneindia Bengali News

চার বছর কেটে গেছে। কিন্তু মানুষের আস্থা যায়নি নরেন্দ্র মোদীর ওপর থেকে। নোট বাতিল, জিএসটি, তেলের দাম বৃদ্ধি, কর্মসংস্থান না হওয়া অসহিষ্ণুতা বাড়া, নারী-নিরাপত্তার বেহাল দশা, যাই থাক না কেন, এখনও মোদী ম্যজিকে মজে ভারতবর্ষ। অন্তত ভারতের নেটিজেনরা। ইকোনমিক টাইমস মার্কেট-এর এক অনলাইন সমীক্ষার ফলে এই তথ্যই প্রকাশ পেয়েছে।

চার বছর পরে কত নম্বর পাচ্ছেন মোদী

শনিবারই চার বছর পূর্ণ করলো মোদী সরকার। ২০১৪ সালে বিপুল জনসমর্থন পেয়েছিলেন নরেন্দ্র মোদী তথা বিজেপি। চার বছর পরেও কী সেই সমর্থন অটুট আছে, নাকি থাবা বসিয়েছে প্রতিষ্ঠান বিরোধিতা তা জানতেই ফেসবুক ও টুইটার এই দুই সোশাল মিডিয়ায় সমীক্ষা চালানো হয়। তাতে দেখা যাচ্ছে পঞ্চাশ শতাংশ নেটিজেন মোদী সরকারের দেশ চালানোতে সন্তুষ্ট।
টুইটার-ফেসবুকে দুহাত ভরে মোদীকে নম্বর দিয়েছেন তাঁরা। টুইটারে মোট ১০ হাজার ৭২৪ জন অংশ নিয়েছিলেন সমীক্ষায়। এর মধ্যে ৫ হাজার ৮৯৯ জন বা ৫৫ শতাংশ মোদী সরকারকে ১০ এ ১০ বা ৯ নম্বর দিয়েছেন। ১৯ শতাংশ এই সরকারে যথেষ্ট কম আস্থা দেখিয়েছেন। তাঁরা মোদীকে দিয়েছেন ৩ থেকে ৫ নম্বরের মধ্যে। আর বাকি ২৬ শতাংশ দিয়েছেন ৬ থেকে ৮ এর মধ্যে। ছবি টা পাল্টায়নি আরেক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকেও। এখানে সমীক্ষায় অংশ নেন ৯ হাজার ৫০০ জন। তার মধ্যে ৫ হাজার ৭৯৫ জন বা ৬৬ শতাংশ মোদীকে দিয়েছেন ৭ থেকে ১০ নম্বর। নেটিজেনদের কেউ কেউ মোদীতে মুগ্ধ, মনে করেন তিনিই দেশের সেরা প্রধানমন্ত্রী। তাঁর আমলে উন্নয়ন হয়েছে বলেই সব রাজনৈতিক দলকে তাঁর বিরুদ্ধে জোট বেঁধে নামতে হচ্ছে আগামী লোকসভায়। আবার কারোর মতে মোদী ২০ শতাংশ কাজ করেন, আর বাকি ৮০ শতাংশ থাকে তাঁর বকবকানি।

চার বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত চার বছরে তাঁর সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে সোশাল টুইট করে দাবি করেন, গত চার বছরে বিকাশ এক 'প্রাণ চঞ্চল গন আন্দোলনে পরিণত হয়েছে।' তাঁর মতে এখন দেশের সবাই সেই বিকাশে অংশ নিয়েছেন। 'সাফ নিয়াত, সহি বিকাশ' স্লোগান দিয়ে তিনি তাঁর সরকারের সাফল্যের সমর্থনে বেশ কয়েকটি চার্ট, গ্রাফিক্স, ভিডিও-ও পোস্ট করেছেন।

English summary
Over 50 percent of Indian netizens gave Modi full marks in governnce in a survey.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X