For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে বন্যার জল নামতেই ভেসে উঠল 'ভগবানের হাত', হইচই মুন্নারে

নীলাকুরিঞ্জির আগে কেরলের মুন্নার পর্যটকদের আমন্ত্রণ জানাতে তৈরি হয়ে উঠেছিল, তারই মাঝে বন্যার করাল গ্রাস যেন সবকিছু তছনছ করে দিল। তারই মাঝে এক অদ্ভুত ঘটনা ঘটেছে কেরলে।

  • |
Google Oneindia Bengali News

কেরলের সবকটি জেলাই বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত। সাড়ে চারশোর বেশি মানু। প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন লক্ষাধিক মানুষ। গোটা কেরল জুড়ে যেন দুর্দশার চিত্র চারিদিকে। বন্যার জল নেমে গিয়েছে বহু জায়গায়। এখন রাজ্য পুনর্গঠনের কাজে হাত লাগিয়েছেন সকলে। কেরলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে একটি হল মুন্নার। ভারতের অন্যতম সেরা এই হানিমুন ডেস্টিনেশনের চারিদিক যেন বিধ্বস্ত হয়ে গিয়েছে।

কেরলে বন্যার জল নামতেই চোখে পড়ল এক আশ্চর্য ঘটনা

নীলাকুরিঞ্জির আগে কেরলের মুন্নার পর্যটকদের আমন্ত্রণ জানাতে তৈরি হয়ে উঠেছিল, তারই মাঝে বন্যার করাল গ্রাস যেন সবকিছু তছনছ করে দিল। তারই মাঝে এক অদ্ভুত ঘটনা ঘটেছে কেরলে। মুথিরাপুঝা নদীর জল কিছুটা নেমে যাওয়ার পরে একটি পাথর ভেসে উঠেছে। সেটি দেখতে মানুষের একটি সুবিশাল হাতে মতো। তাতে পাঁচটি আঙুলও রয়েছে।

স্থানীয়রা বলছেন, মুন্নারকে আরও ধ্বংসের হাত থেকে নাকি এই হাতই বাঁচিয়ে তুলেছে। আবার যুক্তিবাদী অনেকের কথায়, পাথরের টুকরোটি বন্যার জলের স্রোতে ক্ষয়ে গিয়ে হাতের আকার নিয়েছে।

বিতর্ক যাই থাকুক তা ছাপিয়ে এই পাথরের টুকরো বলুন আর ভগবানের হাত বলুন, এটি ঘিরেই কেরলে হইচই পড়ে গিয়েছে। কোচি-ধনুষকোড়ি বাইপাসের পাশেই এই পাথরটিকে দেখতে ভিড় জমে গিয়েছে।

English summary
After floods, Kerala's new attraction is 'Hand of God' like rock in Munnar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X