For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে জেল বন্দি করার হুঁশিয়ারি রাহুলের! ভোট-পারদ চড়িয়ে নাগপুরে ঝাঁঝাঁলো কংগ্রেস সভাপতি

প্রথমদফার ভোট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই ২০১৯ লোকসভা নির্বাচন ঘিরে রীতিমত তুঙ্গে রাজনৈতিক পারদ।

Google Oneindia Bengali News

প্রথমদফার ভোট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই ২০১৯ লোকসভা নির্বাচন ঘিরে রীতিমত তুঙ্গে রাজনৈতিক পারদ। কংগ্রেস-বিজেপির সম্মুখ সমরে একাধিক ইস্যু উঠে আসায় ক্রমেই জমজমাট রাজনৈতিক ময়দান। তোপ পাল্টা তোপের খেলায় আপাতত সরগরম জাতীয় রাজনীতি।

নির্বাচনের পর তদন্ত হবে, চৌকিদার মোদী জেলে যাবেন, নাগপুরে ঝাঁঝালো রাহুল

নাগপুরে দলীয় সভায় এক ভাষণে এবার মোদীকে সরাসরি বাক্যবাণে বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এর আগে কংগ্রেসের তরফে 'চৌকিদার চোর হ্যায়' স্লোগান দিয়ে বিজেপিকে নিশানায় রেখে আক্রমণ শানায় কংগ্রেস। এবার কংগ্রেসের রাহুল গান্ধী বলছেন,'মজদুরের ঘরের সামনে কখনও আপনারা চৌকিদারকে দেখেছেন? অনিল আম্বানির ঘরের সামনে কতজন চৌকিদারকে দেখেছেন? অনিল আম্বানির বাড়ির সামনে হাজার চৌকিদার থাকেন।..প্রথমে আচ্ছে দিন আসবে এরকম স্লোগান ছিল , ৫ বছর বাদে স্লোগান বদলে হল চৌকিদার চোর হ্যায়। আর ছোট চুরি করেননি.. আমি আপনাদের বলছি। নির্বাচনের পর তদন্ত হবে। চৌকিদার জেলে যাবেন।'

[আরও পড়ুন: 'সতর্ক চৌকিদার ছিলেন বলেই নীরব-মালিয়া-মেহুলরা পালিয়েছেন',মোদীর প্রশংসায় রাজনাথ][আরও পড়ুন: 'সতর্ক চৌকিদার ছিলেন বলেই নীরব-মালিয়া-মেহুলরা পালিয়েছেন',মোদীর প্রশংসায় রাজনাথ]

উল্লেখ্য, উত্তরপ্রদেশের আমেঠি আসন থেকে গান্ধী পরিবারের ঐতিহ্য মেনে এবারেও ভোটে লড়ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে তার সঙ্গে কেরলের ওয়েনাড থেকেও তিনি লড়াই করছেন। বিজেপির দাবি, আমেঠিতে রাহুলের জমি সেভাবে পোক্ত না হওয়ায় কেরলেকে আঁকড়ে ধরতে চাইছেন কংগ্রেস সভাপতি।

[আরও পড়ুন: মমতার প্রশংসায় পঞ্চমুখ বিজেপির জাতীয় স্তরের নেত্রী! ভোটের আগে রাজনৈতিক পারদ তুঙ্গে ][আরও পড়ুন: মমতার প্রশংসায় পঞ্চমুখ বিজেপির জাতীয় স্তরের নেত্রী! ভোটের আগে রাজনৈতিক পারদ তুঙ্গে ]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ছবি দেখতে হলে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
After elections, there will be an inquiry, the 'chowkidaar' will go to jail says Rahul.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X