For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-সুনামির পরই উত্তর থেকে দক্ষিণে বিরোধী শিবিরে ইস্তফার হিড়িক! তালিকায় কারা

২৪ ঘণ্টাও কাটেনি দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার। এরই মধ্যে মোদী ঝড়ে কার্যত বিপর্যস্ত বিপক্ষ। মোদী-ফণী তাণ্ডবে এবার বিপক্ষ শিবিরে একের পর এক ইস্তফার খবর আসতে শুরু করেছে।

Google Oneindia Bengali News

২৪ ঘণ্টাও কাটেনি দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার। এরই মধ্যে মোদী ঝড়ে কার্যত বিপর্যস্ত বিপক্ষ। মোদী-ফণী তাণ্ডবে এবার বিপক্ষ শিবিরে একের পর এক ইস্তফার খবর আসতে শুরু করেছে।

মোদী-সুনামির পরই উত্তর থেকে দক্ষিণে বিরোধী শিবিরে ইস্তফার হিড়িক! তালিকায় কারা

উত্তরপ্রদেশে কংগ্রেসের ভরাডুবির পর, কংগ্রেসের উত্তরপ্রদেশ অধ্যক্ষ রাজ বব্বর এবার ইস্তফার পথে। শুক্রবার সকাল হতেই তিনি কংগ্রেসের হারের যাবতীয় দায়িত্ব নিয়ে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্বের কাছে। বিজেপির বিশাল ঝড়ে কার্যত সেখানে তছনছ হয়ে গিয়েছে কংগ্রেসের ডেরা। ৮০ এর মধ্যে ৬৩ টি আসন নিয়ে বিজেপির জয়োল্লাসের পাশাপাশি , কংগ্রেস মাত্র একটি আসনে সেখানে থেকে জয়ী হয়েছে। পাশাপাশি, রাহুল গান্ধী আমেঠি আসন থেকেও তাৎপর্যপূর্ণ ভোটে হেরেছেন।

[আরও পড়ুন:মধ্যপ্রদেশে সিন্ধিয়া-ম্যাজিক ফ্লপ! রাজবংশের দূর্গ গুনা থেকে জ্যোতিরাদিত্যর হার কি অশনি সংকেত][আরও পড়ুন:মধ্যপ্রদেশে সিন্ধিয়া-ম্যাজিক ফ্লপ! রাজবংশের দূর্গ গুনা থেকে জ্যোতিরাদিত্যর হার কি অশনি সংকেত]

এদিকে, উত্তরভারতের পাশাপাশি দক্ষিণ ভারতেও হারের একই ছবি। জেডিএস এর দেবগৌড়য়ার নাতি প্রজ্জ্বল হাসান কেন্দ্র থেকে জিতলেও পরে নিজেকে সরিয়ে নিয়েছেন। আশ্চর্যজনকভাবে তিনি জানিয়ে দেন যে ওই কেন্দ্রে তাঁর দাদু দেব গৌড়া লড়বেন। ফলে তিনি সাংসদ হিসাবে থাকছেন না। এমন রহস্যের নেপথ্যে নির্বাচনী হলফনামায় রেভান্নার দুর্নীতি ও ফাঁকির একাধিক ছবি উঠে আসছে।

[আরও পড়ুন: বিশাল জয়ের পর প্রথম সাক্ষাৎ! আডবাণীর বাড়িতে মোদী অমিত শাহ][আরও পড়ুন: বিশাল জয়ের পর প্রথম সাক্ষাৎ! আডবাণীর বাড়িতে মোদী অমিত শাহ]

English summary
After Election 2019 loss, Rajbabbar to Revanna starts offering resignation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X