For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহীনবাগ থেকে প্রতিবাদীদের সরানোর নির্দেশ, শুনানি হবে দিল্লি নির্বাচনের পর, জানালো সুপ্রিম কোর্ট

শাহীনবাগ থেকে প্রতিবাদীদের সরানোর নির্দেশ, শুনানি হবে দিল্লি নির্বাচনের পর, জানালো সুপ্রিম কোর্ট

Google Oneindia Bengali News

দিল্লির বিধানসভা নির্বাচনে যাতে কোনওরকম প্রভাব না পড়ে, সেজন্য শাহীনবাগ থেকে প্রতিবাদীদের সরানোর আবেদন জানাল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শুনানিও পিছিয়ে দেওয়া হল। জানান হল দিল্লিতে ভোটের পর আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে শুক্রবার জানালো শীর্ষ আদালত।

শাহীনবাগ নিয়ে আবেদন বিজেপির

শাহীনবাগ নিয়ে আবেদন বিজেপির

দিল্লির প্রাক্তন বিজেপি সাংসদ নন্দ কিশোর চলতি সপ্তাহের শুরুতে এই আবেদন জানিয়েছিলেন। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লির শাহীনবাগে প্রায় ২০০ জনেরও বেশি মহিলা এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দিল্লির প্রবল ঠান্ডা উপেক্ষা করেও এখানেই অবস্থান বিক্ষোভে করে চলেছেন তাঁরা। সিএএ বিরোধী আন্দোলনে গোটা দেশের মুখ হয়ে দাঁড়িয়েছে শাহীনবাগ। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের সরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির প্রাক্তন বিজেপি সাংসদ নন্দ কিশোর।

সুপ্রিম নির্দেশ

সুপ্রিম নির্দেশ

সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কউল এবং বিচারপতি কেএম জোসেফের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ শুনানি সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শুনানি পিছিয়ে গেলে তার আগে দিল্লির নির্বাচন হয়ে যাবে বলে জানান নন্দ কিশোর। সেই কারণেই শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে বলে স্পষ্ট করে উল্লেখ করেন দুই বিচারপতি।

শাহীনবাগে প্রতিবাদকারীর ওপর গুলি

শাহীনবাগে প্রতিবাদকারীর ওপর গুলি

উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে জোরালো ঝড় রাজধানীতে। শাহীনবাগে প্রতিবাদকারীদের ওপর গুলি চালানোয় আটক ব্যক্তির দাবি তিনি আপ এর সদস্য। ব্যক্তির নাম কপিল গুজ্জর। বয়স ২৫। শনিবার শাহীনবাগে পুলিশ ব্যারিকেডের সামনে জয় শ্রী রাম স্লোগান তুলে গুলি চালাতে থাকে ওই ব্যক্তি। ক্রাইম ব্রাঞ্চ পুলিশ জানায়, ওই ব্যক্তি নিজেকে আম আদমি পার্টির সদস্য বলে জানিয়েছে।

বাবরি মসজিদের ধ্বংসাবশেষ চেয়ে পদক্ষেপ নিতে পারে অ্যাকশন কমিটি! আইনি পথে কোন উদ্য়োগ বাবরি মসজিদের ধ্বংসাবশেষ চেয়ে পদক্ষেপ নিতে পারে অ্যাকশন কমিটি! আইনি পথে কোন উদ্য়োগ

English summary
The Supreme Court said it would hear on February 10 the pleas against protests at Shaheen Bagh as it did not want to
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X