For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ কিমি রাস্তা পেরিয়ে বিয়ে করতে গেলেন যুবক, বউ নিয়ে ফিরলেন সাইকেলে করে

১০০ কিমি রাস্তা পেরিয়ে বিয়ে করতে গেলেন যুবক, বউ নিয়ে ফিরলেন সাইকেলে করে

Google Oneindia Bengali News

লকডাউনের মধ্যে বিয়ে করার ব্যাকুলতা এতটাই যে তা উঠে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারলেন না উত্তরপ্রদেশের ২৩ বছরের যুবক। সাইকেলে করেই ১০০ কিমি পার করে বউকে আনতে গেলেন তিনি। তাও আবার একা।

অনুমতি না পেয়েই বউকে আনতে চলে যান যুবক

অনুমতি না পেয়েই বউকে আনতে চলে যান যুবক

হামিরপুর জেলার পৌঠিয়া গ্রামের কালকু প্রজাপতি ২৫ এপ্রিল বিয়ের জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও তিনি যখন প্রশাসনের কাছ থেকে অনুমতি পেলেন না, তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি সাইকেলে করেই একা প্রতিবেশী জেলা মাহোবার পুনিয়া গ্রামে রিঙ্কির বাড়িতে যাবেন, তাঁর হবু বউকে নিয়ে আসতে। লখনউ থেকে ২৩০ কিমি দূরে এই পুনিয়া গ্রাম। প্রজাপতি এখনও দশম শ্রেণীর ছাত্র ও পেশায় কৃষক, তিনি বলেন, ‘‌বিয়ের জন্য স্থানীয় পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি। আমার কাছে সাইকেলে করে যাওয়া ছাড়া আর কোনও বিকল্প ছিল না। একাই আমি সেখানে গিয়ে পৌঁছাই।'‌ প্রজাপতি বলেন, ‘‌আমার শ্বশুড় বাড়ির লোকেরাও বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছিলেন এবং বিয়ের তারিখেই বিয়ে হবে বলে তাঁরা প্রস্তুত ছিলেন।'‌

মন্দিরেই বিয়ে সারেন প্রজাপতি

মন্দিরেই বিয়ে সারেন প্রজাপতি

প্রজাপতির বাবা জানান, পাঁচমাস আগেই বিয়ে ঠিক হয়েছিল। কনের পরিবার অনুষ্ঠানের জন্য ফোন করেছিলেন এবং প্রজাপতি তার জন্য গিয়েছিলেন। প্রজাপতি বলেন, ‘‌আমার বাইক থাকলেও ড্রাইভিং লাইসেন্স নেই। সাইকেল খুব সহজেই বয়ে নিয়ে যাওয়া যায়। সংক্রমণের হাত থেকে বাঁচতে আমি মুখে রুমাল পরে নিই, জিনস ও টি-শার্ট পরেই বেড়িয়ে যাই সকালে।'‌ কনের গ্রামের এক মন্দিরেই এই বিয়ে হয়। তাঁদের পরনে ছিল সাধারণ পোশাক ও মুখ ঢাকা ছিল। প্রয়োজনীয় রীতি ছাড়া আর কোনও অনুষ্ঠানই করা হয়নি। এই দম্পতি লকডাউন ওঠার অপেক্ষায় রয়েছে। তারপরই গ্রামবাসীকে খাওয়ানো হবে।

দ্বিগুণ বোঝা নিয়ে সাইকেল চালিয়ে ফেরেন বর

দ্বিগুণ বোঝা নিয়ে সাইকেল চালিয়ে ফেরেন বর

তবে প্রজাপতির ফেরার যাত্রা আরও কষ্টকর ছিল কারণ তাঁকে তাঁর নববধূকেও সাইকেলে করে আনতে হয়েছিল। প্রজাপতি বলেন, ‘‌আমায় দ্বিগুণ বোঝা নিয়ে প্যাডেল করে ফিরতে হয়েছে। আমি স্বপ্নেও ভাবিনি যে আমার পায়ে এত যন্ত্রণা হবে। আমি ঘুমোতে পারি নি এবং ব্যাথা কমানোর জন্য ট্যাবলেট খেতে হয়।'‌ তবে এই বিয়েতে খুশি দুই পরিবারই। মায়ের অসুস্থতার জন্যই প্রজাপতি তড়িঘড়ি বিয়ে সেরে ফেলেন বলে জানা গিয়েছে।

English summary
Kalku Prajapati of Pauthiya village in Hamirpur district - about 150 km from state capital Lucknow- was waiting till the last minute for permission from the administration for his marriage on April 25.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X