For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার গরু-কল্যাণ 'শুল্ক' আসন্ন! বড় ঘোষণা বিজেপি শাসিত রাজ্যের সরকারের

পথ চলতি গরুদের জন্য আলাদা গোশালা ও আশ্রয়স্থল তৈরির কথা আগেই ঘোষণা করে দিয়েছিল বিজেপি শাসিত উত্তর প্রদেশ সরকার। এবার গো-কল্যাণ বিষয়ক 'কর' নিয়ে আসতে চলেছে উত্তর প্রদেশের যোগী সরকার।

  • |
Google Oneindia Bengali News

পথ চলতি গরুদের জন্য আলাদা গোশালা ও আশ্রয়স্থল তৈরির কথা আগেই ঘোষণা করে দিয়েছিল বিজেপি শাসিত উত্তর প্রদেশ সরকার। এবার গো-কল্যাণ বিষয়ক 'কর' নিয়ে আসতে চলেছে উত্তর প্রদেশের যোগী সরকার। বিভিন্ন জিনিসপত্রের উপর যোগী রাজ্য উত্তর প্রদেশে বসানো হবে এই কর।

গরু-কল্যাণ বিষয়ক কর আসন্ন! বড় ঘোষণা বিজেপি শাসিত রাজ্যের সরকারের

জানা গিয়েছে, বিভিন্ন আবগারি দ্রব্যের উপর বসানো হতে পারে এই কর। ০.৫ শতাংশ হারে এই 'কর' বসানোর কথা ভাবছে উত্তর প্রদেশ সরকার। মনে করা হচ্ছে, এর ফলে উত্তরপ্রদেশে মদের দাম বাড়তে পারে। বিভিন্ন পণ্যের উপর এই কর বসানোর মাধ্যমে যে অর্থ উঠে আসবে, তার হাত ধরেই উত্তর প্রদেশে গরু বিষয়ক উন্নয়নের কাজ এগিয়ে যাবে। এছাড়াও উত্তর প্রদেশে 'টোল ট্যাক্স' -এর ক্ষেত্রেও ০.৫ শতাংশ কর বসানোর কথা ভাবছে যোগী প্রশাসন।

এর আগে, 'গো বংশ আশ্রয়স্থল' বিষয়ক প্রকল্প পাশ করা হয় উত্তর প্রদেশ বিধানসভায়।যার জন্য বহু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যোগীগড়ে। সেই প্রকল্পের আওতায় গরুদের গোশালায় রাখা, তাদের চারণঙবমি যেন নষ্ট না হয় সেই সমস্ত দিকের উন্নয়নের কাজ সম্পন্ন হবে। এজন্য উত্তর প্রদেশের সমস্ত জেলা ও পঞ্চায়েতকেও বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই গরু উন্নয়নের কাজেই এই গো -কল্যাণ কর-এর টাকা লাগানো হবে।

English summary
After cow sheds, UP govt to impose gau kalyan cess to protect stray cattle.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X