For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাজনৈতিক ভূমিকম্প' আসছে ভারতে করোনার পর! বিপক্ষের কোন ভাঙনের বার্তা বিজেপি নেতার কণ্ঠে

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রবল দংশনের মধ্যেই মহারাষ্ট্ররের রাজনৈতিক উথালপাথাল পরিস্থিতি খানিকটা উঁকি দিয়েছিল। রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাতের জেরে সেখানে রাজ্য-প্রধানের তখতে বসা উদ্ধব ঠাকরে শেষে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন। তবে মুখ্যমন্ত্রীর সেই তখতকে যে বিজেপি কতটা গুরুত্ব দিচ্ছে,সেই বার্তা স্পষ্ট হয়েছে বিজেপি নেতা চন্দ্রকান্ত পাতিলের বার্তায়।

করোনা মিটতেই রাজনৈতিক ভূমিকম্প!

করোনা মিটতেই রাজনৈতিক ভূমিকম্প!

মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রকান্ত পাটিল বুধবার বলেন, করোনার পরিস্থিতি স্বাভাবিক হলেই এবার জাতীয় স্তরে 'রাজনৈতিক ভূমিকম্প' দেখা দেবে। আর এর নেপথ্যে বড়সড় দলীয় ভাঙনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

 কোন দলে ভাঙন আসছে

কোন দলে ভাঙন আসছে

বিজেপি নেতা চন্দ্রকান্ত পাটিল বার্তায় বলেন, কংগ্রেস এই করোনার আবহের পরই দুঃসংবাদ পেতে চলেছে। সেই দলে বড় ভাঙন ধরিয়ে বহু ডাকসাইটে নেতা বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। উল্লেখ্য, এই ঘটনার পর মহারাষ্ট্রের সরকার ও শরিক সমীকরণ কতটা সুস্থির থাকে , সেদিকে নজর সকলের।

কংগ্রেসকে বার্তা

কংগ্রেসকে বার্তা

এদিন মহারাষ্ট্রের বিজেপি প্রধান বলেন, কংগ্রেস যেন নিজের ঘর সামলে রাখার চেষ্টা না ছাড়ে! কটাক্ষের সুরে তাঁর দাবি, সনিয়া গান্ধীর যে দল বিজেপির শরিককে কেড়ে মহারাষ্ট্রে গদিতে বসেছে শিবসেনার শরিক হিসাবে, এবার সেই দলে থরহরিকম্প লাগাতে চলেছে বিজেপি।

 মহারাষ্ট্র সংকট

মহারাষ্ট্র সংকট

গত ২০১৯ সালের অক্টোবরে মহারাষ্ট্রে ভোট বৈতরণী পার করে জয়ী হয় বিজেপি শিবসেনা জোট। তবে এরপরই সেই জোটে ভআঙন ধরে। শিবসেনা মুখ্যমন্ত্রিত্বের চেয়ারের দাবিতে অনড় থেকে জোট ছেড়ে এনিসিপ-কংগ্রেসের হাত ধরে। অন্যদিকে, বিজেপি বিপক্ষের আসনে বসে ক্রমাগত রাজনৈতিকভাবে তিরবিদ্ধ করে সরকারকে। এরপরই কয়েকমাস কাটতেই সেখানে বিজেপি নেতার কণ্ঠে এমন বার্তা এলো।

লাদাখ সীমান্তে চৈনিক চোখ রাঙানি! উদ্দেশ্য নিয়ে মুখ খুলে কী জানাল চিনলাদাখ সীমান্তে চৈনিক চোখ রাঙানি! উদ্দেশ্য নিয়ে মুখ খুলে কী জানাল চিন

English summary
After Coronavirus Political earthquake is waiting says bjp maharashtra cheif
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X