For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার পর ট্রেনে ফের যাত্রীদের জন্য দেওয়া শুরু হচ্ছে বেড রোল- লিনেন, কম্বল

করোনার পর ট্রেনে ফের যাত্রীদের জন্য দেওয়া শুরু হচ্ছে বেড রোল- লিনেন, কম্বল

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে বন্ধ হয়েছিল অনেক কিছুই। যদি আসতে আসতে আবার সব স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার ভারতীয় রেলওয়ে দিল বড়সড় স্বস্তির খবর। এটি কিন্তু যাত্রীদের জন্য বেশ সুখবরও। ট্রেনের ভিতর বেড রোল, লিনেন, কম্বল, পর্দা আবারও যাত্রীদের জন্য দেবে রেল, এমনটাই জানা গেছে।

করোনার পর ট্রেনে ফের যাত্রীদের জন্য দেওয়া শুরু হচ্ছে বেড রোল- লিনেন, কম্বল

রেলওয়ে বোর্ড সূত্রে জানা গিয়েছে, রেলের সমস্ত জোনের জেনারেল ম্যানেজারদের কাছে এই আদেশ জারি করা হয়েছে। অবিলম্বে ফের যাত্রীদের এই জিনিসগুলো দেওয়া শুরু হবে।

যখন বিশ্বজুড়ে হানা দিয়েছিল করোনা। হুহু করে বাড়ছিল আক্রান্তের সংখ্যা। সেই সময়ে যাত্রীদের সুরক্ষার কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। তখনই যাত্রীর জন্য যে কোভিড প্রোটোকল জারি করা হয়েছিল সেখানেই বলা হয়েছিল কোন যাত্রীকে লিনেন, কম্বল, পর্দা, চাদর দেওয়া হবে না। কিন্তু এখন রেল মন্ত্রকের তরফে এমন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। , অবিলম্বে কার্যকর হল পুরানো নিয়ম। প্রায় ২ বছর পর এমন বিজ্ঞপ্তি জারি করা হল।

প্রসঙ্গত, নিম্নমুখী হচ্ছে ক্রমশ করোনা গ্রাফ। আজ কিন্তু মৃতের সংখ্যা থেকে দৈনিক সংখ্যা অনেকটাই কমেছে। কেন্দ্রের তরফে কিন্তু ছোটদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দেশে বায়োটেকের তৈরি ভ্যাকসিন কোভোভ্যাক্স।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, একদিনে দেশে কোভি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৪ জন। গতকালের থেকে কম। সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে কিন্তু দেশে কমেছে মৃত্যুর সংখ্যাও। দেশে ১০৮ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। ভারতে এখন করোনায় প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ১৫ হাজার ৪৫৯ জন।

এখন কিন্তু অনেকটাই কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। বর্তমানে ভারতে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৪৮৮। হার কমে দাঁড়িয়েছে ০.১০ শতাংশে। ভারতে ৪ কোটি ২৪ লক্ষ ২০ হাজার ১২০ জন কোভিড থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ।

English summary
After corona, bed rolls, linen, blankets are being provided for the rail passengers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X