বিতর্ক চান না, তাই গ্যাঁটের টাকা খরচ করেই ব্রাজিল যাবেন, জানিয়ে দিলেন গোয়ার বিধায়করা

গোয়ার বিজেপি সরকার ক্রীড়ামন্ত্রী সহ ৬ বিধায়কের বিশ্বকার উপলক্ষে ব্রাজিল ভ্রমণের জন্য প্রায় ৯০ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। বলা হয়েছিল ব্রাজিল শুধু মোচ্ছবের জন্য যাওয়া নয়, আসলে ব্রাজিল বিশ্বকাপ নিয়ে শিক্ষামূলক ভ্রমণের জন্যই ৬ বিধায়ককে রাজ্য ব্রাজিল পাঠাচ্ছে। আর তাতেই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। কংগ্রেসের অভিযোগ ছিল, সাধারণ জনগণের টাকা অপব্যবহার করে নেতাদের ব্রাজিল মোচ্ছবের জন্য টাকা ওড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মনোহর পরিকর।
কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরীব মানুষের স্বার্থে স্বাস্য ব্যবস্থা, পরিচ্ছন্নতা, গৃহ, জল নিয়ে বক্তৃতা দিচ্ছেন আর গোয়াতে তাঁর দলের সরকার ব্রাজিলে গিয়ে বিশ্বকাপ দেখার জন্য বিধায়কদের ৮৯ লক্ষ টাকা খরচ করছে। গোয়ার কংগ্রেস নেতা দূর্গাদাস কামাতের কথায় রাজ্য তহবিলের লুঠ ছাড়া এটা আর কিছুই না।
যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর পরিকর বিধায়কদের এই ভ্রমণ নিয়ে তাদের পক্ষে সওয়াল করে বলেছেন, গোয়ার স্বার্থেই ৬ বিধায়কের প্রতিনিধি দলকে ব্রাজিল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুটবল গোয়ার জনপ্রিয় খেলা। মাঝে মধ্যেই রাজ্য নানারকমের ক্রীড়া অনুষ্ঠান আযোজন করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু খামতি থেকে যায়। বিশ্বকাপের মতো বড় অনুষ্ঠান কীভাবে ব্রাজিল আযোজন করেছে, কোন কোন দিকগুলিতে গুরুত্ব দেওয়া হয়ে সে সব বিষয়গুলি বোঝার জন্য়ই এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছিল। বিধায়কদের যে প্রতিনিধি দলটি ব্রাজিল যাচ্ছে তাঁদের মধ্যে কয়েকজন প্রাক্তন ফুটবলারও ছিলেন বলে জানিয়েছেন পরিকর।
তবে সূত্রের খবর অনুযায়ী, গোয়ার মন্ত্রী-বিধায়কদের রাজ্যের টাকায় ব্রাজিল ভ্রমণে যাওয়ার বিষয়টি হজম হয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেরও। এই ধরণের বিতর্ক দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে বলে মনে করছে দল। আর সে কারণেই এই ভ্রমণ বাতিল না করে ব্যক্তিগত খরচে ব্রাজিল যাওয়ার পরামর্শ গোপনে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বওই।