For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল চাপের মুখে অবশেষে নতিস্বীকার! কূলদীপকে সাসপেন্ড করল বিজেপি

উন্নাও ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কূলদীপ সিং সেনগারকে সাসপেন্ড করল বিজেিপ। নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার পর থেকেই কূলদীপের বিরুদ্ধে দল কেন শাস্তি মূলক ব্যবস্থা নিচ্ছে না এই নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা।

Google Oneindia Bengali News

উন্নাও ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কূলদীপ সিং সেনগারকে সাসপেন্ড করল বিজেিপ। নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার পর থেকেই কূলদীপের বিরুদ্ধে দল কেন শাস্তি মূলক ব্যবস্থা নিচ্ছে না এই নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। নির্যাতাকে চক্রান্ত করে মারার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠছিল। এই ঘটনায় দ্বিতীয়বার কূলদীপের বিরুদ্ধে এফআইআর দায়ের করে নির্যাতিতার পরিবার। তাঁরা কূলদীপের বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি দেওয়া সহ একাধিক অভিযোগ করেছিলেন। যোগী সরকার চাপে পড়ে সিবিআই তদন্তের নির্দেশের কথা বললেও বিদ্রোহ থামেনি।
লোকসভায় গিয়ে পৌঁছয় সেই আঁচ।

প্রবল চাপের মুখে অবশেষে নতিস্বীকার! কূলদীপকে সাসপেন্ড করল বিজেপি

লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী অভিযোগ করেন কেন একজন ধর্ষণে অভিযুক্ত বিধায়ককে দলে রাখছে বিজেপি। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন অধীর। বিজেপি বারবার এই ঘটনাকে অরাজনৈতিক বলে দািব করলেও বিরোধীরা কিছুতেই তা মানতে রাজি হননি। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে আক্রমণ করেছেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন, নির্যাতিতার পরিবার য়খন কূলদীপের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ করছে তখন কেন বিজেপি তাকে দলে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি। এই ধরনের একজন দাগী অপরাধীকে কেন দলে রেখে বাঁচানো হচ্ছে তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে বলে সওয়াল করেছেন প্রিয়াঙ্কা।

বিরোধীদের প্রবল বিদ্রোহ এবং সমালোচনার কয়েকঘণ্টার মধ্যেই কূলদীপ সিং সেনগরকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা জানায় বিজেপি। এতোদিন কেন তাঁকে দলে রাখা হয়েছিল এবং দলে রাখলেও তাঁর বিরুদ্ধে কেন কোনও শাস্তি মূলক ব্যবস্থা বিজেপি নেয়নি এই সরব হয়েছিলেন বিরোধীরা। তার চাপেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন:রাজ্যসভায় ওয়াকআউট নীতীশের দলের, তিন তালাক বিল ইস্যুতে অক্সিজেন পেল বিজেপি ][আরও পড়ুন:রাজ্যসভায় ওয়াকআউট নীতীশের দলের, তিন তালাক বিল ইস্যুতে অক্সিজেন পেল বিজেপি ]

English summary
After chaos, Unnao rape-accused MLA Kuldeep Singh Sengar is suspended from BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X