For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CAA-এর পর এবার জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনছে কেন্দ্র! ইঙ্গি কেন্দ্রীয় মন্ত্রীর

CAA-এর পর আরও বড়সড় আইন আনছে কেন্দ্র! ইঙ্গিতে কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন

Google Oneindia Bengali News

CAA-এর পর এবার দেশে আরও বড়সড় আইন আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এমন গুঞ্জন আগেও শোনা গিয়েছিল। এবার সেই গুঞ্জনেই কার্যত শিলমোহর দিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তিনি দাবি করেছেন CAA এর পর এবার তাঁদের সরকার দেশে আনতে চলেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন।

নীরঞ্জন জ্যোতির বক্তব্য

নীরঞ্জন জ্যোতির বক্তব্য

নীরঞ্জন জ্যোতি বলেন, সিএএর পর এবার জনসংখ্যা নিয়ন্ত্রণ আই আনতে চলেছে কেন্দ্র। মন্ত্রীর সঙ্গে এই নিয়ে আলোচনাও হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার প্রধানমন্ত্রী এই ইস্য়ুতে যে সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী কাজ করবে কেন্দ্র। নীরঞ্জন জ্যোতির দাবি , প্রধানমন্ত্রী নিজে এই আইনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন । ফলে এই আইন যে আগামীতে আসতে পারে , তার জল্পনা আরও বেড়ে গেল।

আইন ও বিজেপির নেতৃত্বাধীন সরকার

আইন ও বিজেপির নেতৃত্বাধীন সরকার

এর আগে নীরঞ্জন জ্যোতি বলেন, 'একটা সময় ছিল যখন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া যাবে ভাবাই যেত না। মনে করা হত, এমনটাা হলে, কাশ্মীরে রক্তবন্যা বয়ে যাবে।.. আর এবার আমাদের সরকার তা করে দেখিয়েছে।..

 সিএএ নিয়ে উত্তাল দেশ

সিএএ নিয়ে উত্তাল দেশ

উল্লেখ্য, সরকারের সিএএ লাগু করার প্রস্তাব সংসদে পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি দেখা যায়। অগ্নিগর্ভ হয়ে উঠতে থাকে প্রথমেই উত্তরপূর্ব ভারত। যে হিংসার আঁচ আসে বাংলায়। এরপর রাজধানী দিল্লি জ্বলতে শুরু করে। একের পর এক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পসে আগুন জ্বলে। এরপর মৃত্যু মিছিল শুরু হয় উত্তরপূর্ব দিল্লির হিংসা ঘিরে। যেখানে সিএএ ইস্যুই ছিল কেন্দ্রে। আর সেই আইনের পর এবার দেশে লাগু হতে চলেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন। এমনই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় মন্ত্রীর কণ্ঠে।

ফের নাম পরিবর্তন বিজেপি প্রশাসনের, জম্মুর ঐতিহাসিক সিটি স্কোয়ার পেল নতুন নাম ফের নাম পরিবর্তন বিজেপি প্রশাসনের, জম্মুর ঐতিহাসিক সিটি স্কোয়ার পেল নতুন নাম

English summary
After CAA, centre might bring Population control Law .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X