For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির 'সাইলেন্ট ভোটার' কারা! বিহার নির্বাচনে বিপুল সাফল্যের বাংলার দখল ফোকাসে মোদীর

  • |
Google Oneindia Bengali News

সামনে ছিল অনেক কয়টি বড় চ্যালেঞ্জ। এনআরসি নিয়ে দেশজোড়া ক্ষোভ, করোনা কালে ধসে পড়া অর্থনীতি থেকে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি, কৃষিবিল নিয়ে প্রতিবাদ সহ একাধিক ইস্যু মোদী সরকারের বিরুদ্ধে ছিল। এমনকি করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ জমাট বাঁধে বহু মহলে। কিন্তু সেই সমস্ত দিককে পার করে বিহারের ভোট যুদ্ধ দিতে নেয় এনডিএ। আর ভোটের কাণ্ডারী হিসাবে উঠে আসে বিজেপি। এদিন সেই সাফল্যের উদযাপন ছিল দিল্লিতে বিজেপির হেড কোয়ার্টারে। সেখানেই ভোট সম্পর্কে মুখ খোলেন মোদী।

 নাড্ডা স্তূতি

নাড্ডা স্তূতি

এদিন মোদীর মুখে ডেপি নাড্ডা সম্পর্কে স্তূতি শোনা যায়। তিনি বলেন, 'নাড্ডা জি আপ আগে বঢিয়ে হাম আপকে সাথ হ্যয়।' সাফ ভাষাতেই বিহার নিয়ে সন্তুষ্টি জাহির করে মোদী। জেপি নাড্ডার নেতৃত্বে যে দলের এই সাফল্য এসেছে তার জন্য তাঁকে করতালি জানিয়ে সম্মান জানান মোদী। এরপরই আসতে থাকেন বিহারের ভোটের নানান ফ্যাক্টরের কথায়।

রিপোলিং হয়নি ..বড় বিষয়

রিপোলিং হয়নি ..বড় বিষয়

মোদী বলেন, বিহার ভোটে এতদিন পর্যন্ত ভোট লুঠ, থেকে হানাহানি, হিংসার খবর আসত, এখন তা আসেনা। এজন্য তিনি রাজ্য প্রশাসন, নির্বাচন কমিশন ও নিরাপত্তা বাহিনীকে কুর্নিশ জানান। এরপর তিনি জানান গণতন্ত্রের ওপর মানুষের আস্থা যেমন বেড়েছে তেমনই বিজেপির ওপর মানুষ আস্থা বাড়িয়েছে। এর কারণ হল বিজেপির গুড গভর্নেন্স।

করোনা কালে কাজের খতিয়ান

করোনা কালে কাজের খতিয়ান

মোদী বলেন,' একুশ শতকের ভারত নতুন মেজাজের ভারত। নতুন ভারতের উদয় দেখছি। আত্মবিশ্বাসে ভরপুর ভারত। নিজের সামর্থকে যে জানে। করোনার সময় আমরা দেখেছি। বহু দেশ যেখানে থেমেছিল, আমরা থামিনি। করোনাকালে শিক্ষা নীতি থেকে কৃষি নীতিতে উন্নয়ন হয়েছে। প্রপার্টি কার্ড থেকে ইন্টারনেট পরিষেবা সবই করোনাকালে করেছে কেন্দ্র একদিন সফল হবে আত্ননির্ভর ভারতের স্বপ্নও।'

 সাইলেন্ট ভোটার ফ্যাক্টর

সাইলেন্ট ভোটার ফ্যাক্টর

স্বভাবসিদ্ধ মেজাজে দিল্লিতে বিজেপির কার্যালয়ে দাঁড়িয়ে মোদী
বলেন, 'কাল থেকে টিভিতে দেখছি, সাইলেন্ট ভোটার কথাটা খুব আসছে... সাইলেন্ট ভোটার...এবার তাঁদের আওয়াজ শোনা যচ্ছে।' মোদীর এই বার্তার পরই সভার মেজাজে জমে। তিনি বিশ্লেষণ করে বলেন, বিজেপির সাইলেন্ট ভোটার কারা।

কারা বিজেপির সাইলেন্ট ভোটার

কারা বিজেপির সাইলেন্ট ভোটার

'বিজেপির কাছে এমন সাইলেন্ট ভোটার রয়েছে, যাঁরা বারবার বিজেপিকে ভোট দিচ্ছেন। এঁরা হলেন দেশের নারী শক্তি।গ্রামীণ এলাকা থেকে শহরে এঁরাই সাইলেন্ট ভোটার বিজেপির। বিজেপির শাসনে এঁরা সম্মান থেকে সুযোগ পেয়েছেন। এসেছে বহু প্রকল্প।..' এই বার্তা দিয়েই মোদী উজ্জ্বলা প্রকল্প সহ একাধিক প্রকল্পের প্রসঙ্গ তোলেন। আর তার হাত ধরেই এই সাইলেন্ট ভোটাররা বিজেপির সঙ্গে থাকছেন বলে জানান তিনি। তিনি সাফ ভাষায় জানান, বাংলায় এই সাইলেন্ট ভোটাররা যেকোনও মুহূর্তে বিজেপির দিকে আসতে পারেন।

English summary
After Bihar Assembly elections win Modi answers Who are BJP's silent voters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X