For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ প্রজাতন্ত্র দিবস: এবার বাংলার প্রতিবেশী রাজ্যের ট্যাবলো বাতিল!

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার বাংলার রাজনীতি আবর্তিত হয়েছে কেন্দ্র বাংলার ট্যাবলো বাতিল ঘোষণা করতেই। বিষয়টি নিয়ে 'প্রতিহিংসার রাজনীতি'র প্রসঙ্গ তুলেছে তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে ক্ষোব উগড়ে দিয়েছে মমতা শিবির। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে কেন্দ্র-রাজ্য সংঘাতই এরজন্য দায়ী বলে দাবি করা হয়েছে।

২০২০ প্রজাতন্ত্র দিবস: এবার বাংলার প্রতিবেশী রাজ্যের ট্যাবলো বাতিল!

এদিকে, বাংলার পরই বাতিল হয়েছে মহারাষ্ট্রের প্রস্তাবিত ট্যাবলো। প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিজেপিকে ছেড়ে জোট সরকার গড়ে শিবসেনা-এনসিপি। এরপর মহারাষ্ট্রের ট্যাবলোর প্রস্তাব বাতিল হতেই তা নিয়ে ফের বিতর্ক বাঁধে। দিন কাটতে না কাটতেই খবর আসে উত্তরাখণ্ডের ট্যাবলোও বাতিল হয়েছে। উল্লেখ্য, উত্তরাখণ্ডে রয়েছে গেরুয়া শিবিরের সরকার। এরপরই খবর আসে যে , বাংলার প্রতিবেশী রাজ্য বিহারের ট্যাবলোর প্রস্তাবনা বাতিল করেছে কেন্দ্রের প্রজাতন্ত্র বিষয়ক বিশেষ কমিটি।

বিহারের ক্ষেত্রে কমিটি জানিয়েছে, বেশ কয়েকটি 'ক্রাইটেরিয়া' পূর্ণ করতে পারেনি বিহারের প্রস্তাবিত ট্যাবলো। বিহারের তরফে 'জল জীবন , হরিয়ালি অভিযান' ট্যাবলোর প্রস্তাবনা দেওয়া হয়েছিল। যেখানে ভূগর্ভস্থ জলকে ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরা হত। তবে তা বাতিল হয়ে যায়। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই বিহারে জেডিইউ-বিজেপি সংঘাত চরমে উঠেছে। জোট সরকারের এই দুই শরিকের বিরেধিতা আরও জোরদার হয়েছে জেডিইউ-এর নামী নেতা প্রশান্ত কিশোরের একাধিক বক্তব্যের প্রেক্ষিতে।

English summary
2020 Republic Day , After Bengal and Maharashtra, now Bihar's proposed tableau rejected.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X