For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে বালাকোটে হামলার পর জঙ্গি শিবির নিয়ে ভয়ে কাঁপছে ইসলামাবাদ! দিল্লি জানাল নয়া তথ্য

পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে সেখানের জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়ে ভারতীয় বায়ুসেনা এশিয়া জুড়ে এক স্পষ্ট বার্তা দিয়েছিল, কোনও মতেই ভারতীয় সীমানার মধ্যে সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না ১৩০ কোটির দেশ।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে সেখানের জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়ে ভারতীয় বায়ুসেনা এশিয়া জুড়ে এক স্পষ্ট বার্তা দিয়েছিল, কোনও মতেই ভারতীয় সীমানার মধ্যে সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না ১৩০ কোটির দেশ। ২৬ ফেব্রুয়ারির রাত ৩ টের সময় ১২ টি মিরাজ ২০০ যুদ্ধবিমান বালাকোটের ওপর হামলা চালিয়েছিল। সেই ঘটনার পর থেকে হাওয়া বুঝে গিয়েছে পাকিস্তান। আর ইসলামাবাদ যে সেই ঘটনায় সন্ত্রস্ত , তা ফের একবার প্রমাণ করল নয়া তথ্য।

সরকার বলছে

সরকার বলছে

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সরকার যখন থেকে সন্ত্রাসবাদ নিয়ে ' জিরো টলারেন্স' এর উদ্যোগ নিয়েছে, পাশাপাশি অনুপ্রবেশ রুখতে একাধিক কড়া ব্যবস্থা নিয়েছে , তবে থেকে সীমান্তের অপরাধ কমতে দেখা গিয়েছে।

বালাকোট হামলার পর কী হয়েছে

বালাকোট হামলার পর কী হয়েছে

দেখা গিয়েছে ,২০১৮ সালের তুলনায় ২০১৯ সালের প্রথম কয়েক মাসে কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশ অনেকটাই কমে গিয়েছে। আর এই ঘটনার নেপথ্যে রয়েছে, বালাকোটে ভারতীয় সেনার হামলা। এবছরের শুরুর দিকে বালাকোটে ভারতীয় সেনা পুলওয়ামা কাণ্ডের জবাবে যে এয়ারস্ট্রাইক চালায় ,তারপর থেকই দেখা গিয়ছে জঙ্গি শিবির নিয়ে সন্ত্রস্ত অসলামাবাদ। আর তার জেরেই এই এয়ারস্ট্রাইকের পর থেকে কমেছে কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশ। এমনই দাবি সরকারের

বালাকোট হামলা

বালাকোট হামলা

২০১৯ সালের শুরুতে ভারতীয় বায়ুসেনা বালাকোটে পাকিস্তানের জঙ্গি শিবিরের ওপর যুদ্ধবিমান নিয়ে হামলা চালায়। যে ঘটনার পর থেকে পাকিস্তান নিজের জঙ্গি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আফগানিস্তানে।

English summary
After Balakot Airstrike 43 percent reduction seen in inflitration says government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X