For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা রায়ের পর সরযূ-তীরে কী দেখা যাচ্ছে! কার্তিক পূর্ণিমায় ঐতিহাসিক নগরীর পরিস্থিতি কেমন

ঐতিহ্য বলছে, প্রতি বছরই উত্তর প্রদেশের ঐতিহাসিক নগরীতে প্রতি বছরই দেখা যায় এমন ছবি। তবু যেন ২০১৯ সালের ৯ নভেম্বরের পর থেকে ছবিটা খানিকটা উজ্জ্বল হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ঐতিহ্য বলছে, প্রতি বছরই উত্তর প্রদেশের ঐতিহাসিক নগরীতে প্রতি বছরই দেখা যায় এমন ছবি। তবু যেন ২০১৯ সালের ৯ নভেম্বরের পর থেকে ছবিটা খানিকটা উজ্জ্বল হয়েছে। ঐতিহাসিক অযোধ্যা রায়ের পর এই প্রথম কার্তিক পূর্ণিমা। আর সেই পূর্ণিমা উপলক্ষ্য়ে সরযূর তীরে এই মুহূর্তে লাখো লাখো ভক্তের সমাগম দেখা যাচ্ছে। ক্রমেই উত্তরপ্রদেশের এই নদী তীর সেজে উঠছে উৎসবের আলোয়।

অযোধ্যা রায়ের পর সরযূ-তীরে কী দেখা যাচ্ছে! কার্তিক পূর্ণিমায় ঐতিহাসিক নগরীর পরিস্থিতি কেমন

জানা গিয়েছে, অযোধ্যা মামলার রায়ের পর এই বছর সরযূ নদীর তীরে রেকর্ড সংখ্যক পূণ্যার্থীদের ভিড় দেখা যাচ্ছে । মঙ্গলবারের গুরু পূর্ণিমার আগে এই ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। মূলত ভক্তদের ভিড় 'রাম কি পৈদি' ও 'নয়া ঘাট' এলাকাতেই বেশি দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে এই এলাকায় ভক্ত সমাগম এবছর বিশেষ মাত্রায় হতে চলেছে বলে মনে করছে জেলা প্রশাসন। সেই মতো নেওয়া হয়েছে ব্যবস্থাও। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।

প্রশাসনের দাবি, গুরু পূর্ণিমায় প্রায় ৫০ হাজার জন পূণ্যার্থী অযোধ্যায় সমবেত হবেন বলে মনে করছে যোগী প্রশাসন। সেখানে শান্তি বজায় রাখতে, কড়া পুলিশি বন্দোবস্ত করেছে সরকার। সাধারণত এলাকায় ৮ হাজার ভক্তের সমাগম রোজ হয়। তবে অযোধ্যা রায়ের পর এই এলাকার ভক্ত সমাগম আলাদা মাত্রা পেতে চলেছে।

English summary
After Ayodhya Verdict, pilgrims started gathering in sarayu ghat in karthik Purnima.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X