For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় দীর্ঘ বিবাদ অবসানে শবরীমালা মন্দিরে নজর দেশবাসীর

বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ ইস্যুতে রায়ের পরে সবার নজর এখন শবরীমালা মন্দিরে। সুপ্রিম কোর্ট একগুচ্ছ পিটিশন খতিয়ে দেখে রায় দেবে বলে আশা করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ ইস্যুতে রায়ের পরে সবার নজর এখন শবরীমালা মন্দিরে। সুপ্রিম কোর্ট একগুচ্ছ পিটিশন খতিয়ে দেখে রায় দেবে বলে আশা করা হচ্ছে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই মন্দিরে সমস্ত বয়সের মহিলাদেরকে মন্দিরে উপাসনা করার অনুমতি দিয়েছিল। তারপরই ফের সুপ্রিম কোর্টে পাল্টা পিটিশন জমা পড়ে।

অযোধ্যায় দীর্ঘ বিবাদ অবসানে শবরীমালা মন্দিরে নজর দেশবাসীর

কেরলে সিপিএম নেতৃত্বাধীন রাজ্য সরকার এই রায় কার্যকর করার চেষ্টা করার সময় গত বছর কেরালায় ব্যাপক আকারে হিংসা ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের জেরে কমপক্ষে ৫০,০০০ প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যা তিন মাসের তীর্থযাত্রায় বিরাট প্রভাব ফেলেছিল। মন্দিরের আয়েও প্রভাব ফেলেছিল এই ঘটনা। প্রায় ২০ মিলিয়ন ভক্ত তীর্থযাত্রায় আসতে পারেননি ওই মরশুমে।

অনেক ভক্ত যাঁরা মন্দিরে স্থিতাবস্থা রাখার আহ্বান জানিয়েছিলেন, তাঁরা অযোধ্যা রায়ের পর আশাবাদী হয়ে উঠেছে। এখন প্রশ্ন অযোধ্যার পর শবরীমালা রায়ে নিয়ে কী জানাবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ভক্তদের নজর তাই সুপ্রিম কোর্টের দিকেই নিবদ্ধ। দীর্ঘকাল ধরে অযোধ্যা মামলা চলার পর রায় দানের পরে সুপ্রিম কোর্ট শবরীমালা মামলার রিভিউ পিটিশনে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

English summary
After Ajodhya- verdict all eyes are now on the Sabarimala hill temple. Supreme Court gives verdict this suit on Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X