For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আট কন্যা সন্তানেও থামেনি! ৮২ বছর বয়সেও সন্তানের বাবা হলেন এই ব্যক্তি

কালবুর্গির একটি ধর্মীয় মঠের গুরুদেব ৮২ বছর বয়সে পিতৃত্ব লাভ করলেন। পরপর আটটি কন্যা সন্তানের পর অবশেষে ভাগ্যের শিঁকে ছিঁড়েছে। পুত্র সন্তান লাভ করেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

উত্তর কর্ণাটকের কালবুর্গির একটি ধর্মীয় মঠের গুরুদেব ৮২ বছর বয়সে পিতৃত্ব লাভ করলেন। পরপর আটটি কন্যা সন্তানের পর অবশেষে ভাগ্যের শিঁকে ছিঁড়েছে। পুত্র সন্তান লাভ করেছেন তিনি। মুম্বইয়ের হাসপাতালে নবম সন্তানের জন্ম হয়েছে।

আট মেয়ের জন্ম দেওয়ার পর আরও বড় চমক দিলেন ৮২ বছরের 'যুবক'

সৌভাগ্যবানের নাম শ্ররণবাসাপ্পা আপ্পা। তিনি কালবুর্গির শ্ররণ বাসবেশ্বর সংস্থার পিতাধিপতি। নিজের দ্বিতীয় স্ত্রীর গর্ভে বুধবার পুত্র সন্তান লাভ করেছেন। প্রথম স্ত্রী পক্ষে পাঁচটি মেয়ে রয়েছে শ্ররণ বাসবেশ্বরের। দ্বিতীয় স্ত্রী যাঁর বয়স ৪৮, তিনি এর আগে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এবারে উলটপুরাণ। হয়েছে পুত্র সন্তান।

এই ঘটনার পর গোটা এলাকায় সাড়া পড়ে গিয়েছে। নতুন অতিথিকে দেখতে সকলেই উৎসুক। মঠে অনেক ভিড় বেড়ে গিয়েছে। তবে সদ্যজাত মুম্বইয়ের হাসপাতালে রয়েছে বলে কেউ এখনও তাঁকে দেখতে পাননি।

মঠে কান পাতলেই শোনা যাচ্ছে, পুত্র সন্তানের কামনায় বহুদিন ধরেই কামনা করে যাচ্ছিলেন এই গুরুদেব বাবা। অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। সেই সম্পত্তির উত্তরাধিকার হিসাবে পুত্র সন্তানই চাইছিলেন। অবশেষে এতদিনে সাধপূরণ হল।

English summary
After 8 girls, pontiff of Karnataka's Sharana Basaveshwara Samsthana in Kalaburagi fathers a boy at the age of 82
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X