For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬৯ দিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার! জম্মু ও কাশ্মীরে চালু হতে চলেছে পোস্ট পেড মোবাইল পরিষেবা

সোমবার দুপুর বারোটা থেকে জম্মু ও কাশ্মীরে মোবাইলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

সোমবার দুপুর বারোটা থেকে জম্মু ও কাশ্মীরে মোবাইলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ৬৯ দিন পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে ৪০ লক্ষ পোস্ট পেড মোবাইল কানেকশন চালু হয়ে যাবে এদিন থেকে। যদিও ২০ লক্ষ প্রি পেড মোবাইল কানেকশন এবং ইন্টানেট পরিষেবা নিষেধাজ্ঞার আওতাতেই রয়ে গেল।

৬৯ দিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার! জম্মু ও কাশ্মীরে চালু হতে চলেছে পোস্ট পেড মোবাইল পরিষেবা

সূত্রের খবর অনুযায়ী, ঘৃণা ছড়ানো বন্ধ করতে কড়া নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও উপত্যকায় গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, মোবাইল ফোন চালুর সঙ্গে নজরদারি চালানো হবে। কেননা, মোবাইল ফোনেই ঘৃণা ছড়ানোর অন্যতম জায়গা। এছাড়াও স্থানীয় পুলিশ ভুয়ো খবরের ওপরও নজরদারি চালাচ্ছে। তিনি জানিয়েছেন, পাকিস্তান ভিত্তিক সংস্থাগুলি গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে।

তিনি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর জুড়ে ল্যান্ডলাইন চালু রয়েছে, গত ছয় সপ্তাহ। গত ৫ অগাস্ট থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফোনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

English summary
After 69 days Post paid mobile services to be restored in Jammu and Kashmir from Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X