For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মহামারির দু’‌বছর পর পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

করোনা মহামারির দু’‌বছর পর পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

Google Oneindia Bengali News

দেশজুড়ে গত দু’‌বছর ধরে করোনা ভাইরাসের মহামারির জেরে আন্তর্জাতিক বিমান পরিষেবা বারংবার ব্যাহত হয়েছে। তবে রবিবার থেকে নিয়মিত আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় শুরু হতে চলেছে, বিমানবন্দর ও এয়ারলাইনস রবিবার থেকে স্বাভাবিক পরিষেবা শুরু হতে চলেছে।

স্বাভাবিক ছন্দে ফিরবে আন্তর্জাতিক বিমান পরিষেবা

স্বাভাবিক ছন্দে ফিরবে আন্তর্জাতিক বিমান পরিষেবা

মহামারিতে বিপর্যস্ত হওয়া এয়ারলাইন্স শিল্প ধীরগতিতে স্বাভাবিক ছন্দে ফিরছে এবং নিয়মিতভাবে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হওয়ার ফলে আশা করা যাচ্ছে এই সেক্টরের হওয়া লোকসান ক্রমে পূর্ণ হয়ে যাবে। জাতীয় রাজধানী দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (‌আইজিইএ)‌, যা দেশের সর্ব বৃহৎ বিমানবন্দর, মনে করা হচ্ছে যে নিয়মিত আন্তর্জাতির বিমান পরিষেবা শুরু হওয়ার পর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা উল্লেখযোগ্য পরিণতি দেখতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বিদেশি এয়ারলাইন্সও তুলবে নিষেধাজ্ঞা

বিদেশি এয়ারলাইন্সও তুলবে নিষেধাজ্ঞা

একদিকে যেমন ভারতীয় এয়ারলাইন্স সংস্থাগুলি স্বাভাবিক আন্তর্জাতি বিমান পরিষেবার জন্য প্রস্তুতি নিচ্ছে, তেমনি এমিরেটস, ভার্জিন অ্যাটলান্টিক ও লট পলিস সহ একাধিক বিদেশি এয়ারলাইন্স শীঘ্রই তাদের পরিষেবা শুরু করার কথা ঘোষণা করতে চলেছে এবং ভারত থেকেও তাদের এয়ারলাইন্সের বিমান চলবে বলে জানা গিয়েছে। ডিজিসিএ-এর পক্ষ থেকে এও জানা গিয়েছে, ৪০টি দেশের ৬০টি এয়ারলাইন্সকে গ্রীষ্মকালীন সময়সূচীতে ভারতে/থেকে ১,৭৮৩টি ফ্রিকোয়েন্সি পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে। গ্রীষ্মকালীন সময়সূচী কার্যকর হবে ২৭ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। গ্রীষ্মকালীন সময়সূচীর জন্য ৬টি ভারতীয় বিমানসংস্থার ১,৪৬৬টি আন্তর্জাতিক বিমান প্রস্থান প্রত্যেক সপ্তাহে অনুমোদিত হয়েছে। এই বিমানগুলি ২৭টি দেশের ৪৩টি গন্তব্যে যাবে।

সরকার বিমানে কোভিড পরিষেবা দূর হবে

সরকার বিমানে কোভিড পরিষেবা দূর হবে

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক যাত্রী বিমান পরিষেবা বাতিল হওয়ার পর তা রবিবার থেকে পুনরায় চালু হতে চলেছে। বর্তমানে দ্বিপাক্ষিক এয়ার বাবল ব্যবস্থায় বিভিন্ন দেশে এখন বিমান চলছে। চলতি বছরের ৮ মার্চ বিমান পরিবহন মন্ত্রক ঘোষণা করেন যে দেশে করোনা ভাইরাস কেস হ্রাস পাওয়ার ফলে ২৭ মার্চ থেকে সব বিমান পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরবে। কেন্দ্র ইতিমধ্যেই সরকার মেডিক্যাল জরুরী অবস্থার জন্য বিদেশী ফ্লাইটে তিনটি আসন খালি রাখার প্রয়োজনীয়তা অপসারণ সহ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কোভিড নির্দেশিকাও সংশোধন করেছে। এছাড়াও ক্রুদের পিপিই কিট পরে থাকার প্রয়োজনীয়তাও দূর করা হয়েছে এর পাশাপাশি।

বিভিন্ন দেশের নিয়মাবলী মেনে শুরু হবে বিমান পরিষেবা

বিভিন্ন দেশের নিয়মাবলী মেনে শুরু হবে বিমান পরিষেবা

শনিবার এক বিবৃতিকে ইন্ডিগো চিফ কর্মাসিয়াল অফিসার উইলি বোল্টার জানান, এয়ারলাইন্সটি প্রাক-কোভিড স্তরে আন্তর্জাতিক ক্রিয়াকলাপ পুনরায় শুরু করতে আগ্রহী তবে এটি বিভিন্ন দেশের আগমন নির্দেশিকাগুলির মতো কারণগুলির উপরও নির্ভর করবে। অপরদিকে শুক্রবার ডায়ালের মুখপাত্র বলেন, ‘বাণিজ্যিক কর্যক্রম পুনরায় শুরু হওয়ার পর দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপে আরও আন্তর্জাতিক যাত্রী বৃদ্ধি হওয়ার আশা আমরা করতে পারি।'‌‌ প্রসঙ্গত, দিল্লির আইজিআইএ পরিচালনার দায়িত্বে রয়েছে ডায়াল, আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় স্বাভাবিকতায় ফিরে আসার পর আশা করা যাচ্ছে যে ৬০টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। দেশের সর্ববৃহৎ বিমানবন্দর আইজিআইএ এবং প্রাক-কোভিড সময়ে ১.‌৮ ক্ষ যাত্রী পরিচালনা করেছেন এই বিমানবন্দর।

বিশ্বের দ্বিতীয় শব্দ দূষিত অঞ্চল রয়েছে উত্তরপ্রদেশে, তালিকায় রয়েছে দিল্লি-কলকাতাও বিশ্বের দ্বিতীয় শব্দ দূষিত অঞ্চল রয়েছে উত্তরপ্রদেশে, তালিকায় রয়েছে দিল্লি-কলকাতাও

English summary
after 2 years of pandemic india resumes regular international flights from today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X